Breaking News

ঢাকায় অনস্ট্রিট গাড়ী পার্কিং ব্যবস্থা চালু

ঢাকার চারটি ট্রাফিক বিভাগে মোট ২৬৩৫ টি গাড়ির অস্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। রাজধানী ঢাকার যানজট নিরসন এবং নগরবাসীর গাড়ী পার্কিংয়ের সুবিধার্থে অস্থায়ীভাবে অনস্ট্রিট গাড়ী পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

রাজধানীতে অনস্ট্রিট গাড়ী পার্কিংয়ের স্থানসমূহ

ট্রাফিক পূর্ব বিভাগ:

দয়াগঞ্জ মোড় হতে জুরাইন রেলগেট (মীর হাজিরবাগ নতুন বাজার) এর এক পার্শ্বে ১০০টি, মতিঝিলস্থ বিনিয়োগ বোর্ড হতে পিপলস ইনস্যুরেন্স পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ১২০টি, বায়তুল মোকারমস্থ স্বর্ণ মার্কেট লিংক রোডের এক পার্শ্বে ৩০টি, মতিঝিলস্থ জনতা ব্যাংক প্রধান কার্যালয় হতে বক চত্বর পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ৩০টি, মতিঝিলস্থ বাবে রহমত ক্রসিং হতে এজিবি কলোনি বাজার পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ৬০টি, নয়া পল্টনস্থ পলওয়েল মার্কেটের এক পার্শ্বে ১৮টি, মতিঝিলস্থ কমিশনার গলি হতে মন্দির পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ২৫টি, মতিঝিলস্থ বন ও শিল্প ভবন হতে শাপলা চত্বর পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ৪০টি, মতিঝিলস্থ ২৪ তলা বিল্ডিং থেকে অ্যালিকো বিল্ডিং পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ৫০টি, কমলাপুর পীরজঙ্গী মাজার হতে কমলাপুর পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ৪০টি, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনের রাস্তার উভয় পার্শ্বে ৪০টি, মতিঝিলস্থ আল-হেলাল পুলিশ বক্স হতে বাবে রহমত পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ২৫টি, মাতুয়াইল মাতৃসদন হাসপাতাল থেকে হাশিম রোড পর্যন্ত সার্ভিস রোডের এক পার্শ্বে ১০০টিসহ ট্রাফিক পূর্ব বিভাগ এলাকায় মোট ৬৩৮ টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

ট্রাফিক–দক্ষিণ বিভাগ:

হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে নেভী কল্যাণ ফাউন্ডেশন পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ৯০টি, বেইলী রোডের উত্তর পার্শ্বে ১০০ টি, এলিফ্যান্ট রোডস্থ বাটা সিগন্যাল হতে গাউছিয়া মার্কেট পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ৭৫টি, পলাশী হতে নীলক্ষেত মোড় পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ১১৭টি, নিউমার্কেট ১নং গেইট রাস্তার উভয়পার্শ্বে ২৫০টি, নিউমার্কেট ২নং গেট হতে ০৪নং গেট পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ১৫০টি, ধানমন্ডি ৪, ৫, ৬, ৭ ও ৮ নং রোড, মিরপুর রোডের সাথে গ্রীণ রোডের সংযোগকারী রাস্তার উভয় পার্শ্বে ৭৫টি, সাত মসজিদ রোডের পশ্চিম পার্শ্বে (জিগাতলা হতে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল পর্যন্ত) ১০০টিসহ ট্রাফিক দক্ষিণে মোট ৯৫৭ টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

ট্রাফিক–উত্তর বিভাগ:

জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ১নং সেক্টর এর সার্ভিসলেনে হোটেল মেপললিপ হতে সাউথ-ইস্ট ব্যাংক পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে ৯০টি, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ৩নং সেক্টরের সার্ভিস লেনে জিবিটি টাওয়ার (ব্র্যাক ব্যাংক) হতে সিয়াম টাওয়ার পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে ৩০টি, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ৩নং সেক্টরের সার্ভিস লেনে এবিসি টাওয়ার হতে উত্তরা টাওয়ার (লাজ ফার্মা) পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে ২৫টি, জসিম উদ্দিন সংলগ্ন এবিসি টাওয়ার হতে এস্টনিস্ট শপিং সেন্টার পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে ৩০টি, উত্তরাস্থ সিঙ্গাপুর প্লাজা হতে রাজলক্ষ্মী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ৫০টি, উত্তরাস্থ লতিফ ইম্পেরিয়াল খাজানা হোটেল হতে কুশল সেন্টার পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ১০টি, উত্তরাস্থ কুশল সেন্টার হতে বেলী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ২০টি, উত্তরাস্থ বেলী কমপ্লেক্স হতে লন্ডন প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ২৫টি, উত্তরাস্থ লন্ডন প্লাজা হতে এস. বি. প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ১৫টি, উত্তরাস্থ এসবি প্লাজা হতে এবি মার্কেট পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ৩০টি, উত্তরাস্থ এবি মার্কেট হতে আমির কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম ও রবীন্দ্র সরণীর উত্তর পার্শ্বে ২০টি, উত্তরা আমির কমপ্লেক্সের পশ্চিমে এইচএম প্লাজা পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে ৯০টি, বনানী ১৭নং রোডের হাউজ নং-০৫ হতে শুরু করে হাউজ নং-৩৫/এ পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে ৭৫টি, বনানী ১৭নং রোডের হাউজ নং-৮ এবিসি টাওয়ার হতে শুরু করে হাউজ নং-৪২ ইকবাল সেন্টার পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে ৭৫টিসহ ট্রাফিক ৫৮৫ গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

এছাড়াও বনানী রোড নং-১৯/এ এর হাউজ নং-৬২ হতে শুরু করে হাউজ নং-৯৩ পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ৪০টি, গুলশান রোড নং-১০৩ এর হাউজ নং-সিইএন (বি)-৫ হতে শুরু করে হাউজ নং-১ পর্যন্ত রাস্তার দক্ষিণ পার্শ্বে ৭০টি, গুলশান রোড নং-১০৯ এর হাউজ নং-সিইএন-৪ হতে হাউজ নং-৭ পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে ৫০টি, মহাখালীস্থ স্কয়ার বিল্ডিং এর পশ্চিম পার্শ্বে স্কয়ার বিল্ডিং হতে শুরু করে খাবার ঘর হোটেল ৭৭/১ পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ২৫টি, মহাখালীস্থ ব্র্যাক ইউনির্ভাসিটির সামনে হাউজ নং-৬৭/৮ হতে শুরু করে মহাখালী কমিউনিটি সেন্টার বিয়্যামগার পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ২০টি, তিতুমীর কলেজের সামনে (ব্যাংক এশিয়া) হাউজ নং-৮২ হতে শুরু করে হাউজ নং-৮২ পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ১৫টি, উত্তরা ১২নং চৌরাস্তা থেকে দিয়াবাড়ি খালপাড় রাস্তার দক্ষিণ পার্শ্বে ৪০টি, মহাখালী ফ্লাইওভারের নীচ হতে সৈনিক ক্লাবগামী ফিডার রোড পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ২৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ বিএসটিআই এর পূর্ব-পশ্চিম পার্শ্বে ০৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ বিটাক এর পূর্ব-পশ্চিম পার্শ্বে ০৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ সোনালী ব্যাংক এর পূর্ব-পশ্চিম পার্শ্বে ০৫টিসহ উক্ত এলাকায় মোট ২৯৫ টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

 

ট্রাফিক–পশ্চিম বিভাগ:

ফার্মগেটস্থ খেজুর বাগান গোল চত্ত্বরের পূর্ব পার্শ্বে ৪০টি, মিরপুর স্টেডিয়ামের পার্শ্বে মিল্ক ভিটা রোড এর উত্তর পার্শ্বে (লাভ রোড) ১৫টি, চিড়িয়াখানা রোড (সনি সিনেমা হল হতে চিড়িয়াখানা) ফুটপাত সংলগ্ন মূল সড়কের উভয় পাশে ২০টি, মিরপুর-১৪ হতে টেকনিক্যাল (প্রিন্সিপাল আবুল কাশেম রোড এর বশির উদ্দিন স্কুল এর গলি হতে র‌্যাব-৪ এর কার্যালয় এর গলি পর্যন্ত) মূল সড়কের পূর্ব পার্শ্বে ২০টি, কঁচুক্ষেত রোডস্থ ইব্রাহীমপুর বাজার রোড ও কঁচুক্ষেত রোড এর সংযোগস্থল হতে উত্তর ও দক্ষিণ প্রধান সড়ক এর পশ্চিম পার্শ্বে ২৫টি, মিরপুর-১৪ বাসস্ট্যান্ড হতে পুলিশ স্মৃতি স্কুল ও কলেজ পর্যন্ত মূল সড়কের দক্ষিণ পার্শ্বে, ২০টি, মিরপুর শাহ্ আলী মাজার হতে মুক্তিযোদ্ধা মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে ২০টিসহ ট্রাফিক উত্তর বিভাগের আওতায় ১৬০ টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

 

২০ ডিসেম্বর, ২০১৭

ঢাকা।

 

সূত্র: ডিএমপি নিউজ

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *