Breaking News

প্লেনের চেয়েও কম সময়ে গন্তব্যে!

কল্পনা নয়, এবার ভারতের চেন্নাই থেকে বেঙ্গালুরু পৌছাতে মাত্র ৩০ মিনিট লাগবে। ভারতে এই ‘আশ্চর্য’ পরিবহন নিয়ে আসার অনুমতি চেয়ে কেন্দ্রের সড়ক পরিবহন দপ্তরের কাছে আবেদন করেছেন মার্কিন কোম্পানি হাইপারলুপ ওয়ান। হাইপারলুপের কথামতো কংক্রিটের পিলার তৈরি করে তার ওপর বসবে বিশেষ প্রযুক্তিতে তৈরি টানেল। যার মধ্যে দিয়ে চলাচল করবে ট্র্যাভেল পজ বা এক ধরনের ট্রেন। টানেলের মধ্যের ভ্যাকুয়ামে চলবে বলে এর গতি হবে ঘণ্টায় ১২০০ কিলোমিটার। অর্থাত্‍ চেন্নাই থেকে বেঙ্গালুরু পৌঁছনো যাবে মাত্র আধঘণ্টায়, চেন্নাই থেকে মুম্বইয়ের পথে লাগবে এক ঘণ্টার সামান্য বেশি সময়।

চেন্নাই-বেঙ্গালুরু. চেন্নাই-মুম্বই, বেঙ্গালুরু-তিরুবনন্তপুরম ও মুম্বই-দিল্লি পথে এই পড চালাতে আগ্রহ প্রকাশ করেছে হাইপারলুপ। সোলার পাওয়ারে চলবে বলে এর নির্মাণ খরচ খুব একটা বেশি নয় বলে দাবি করা হয়েছে। ট্র্যাভেল পডে টিকিটের দাম বাসের টিকিটের সমান হবে বলে জানিয়েছে হাইপারলুপ। আগামী পাঁচ বছরের মধ্যে পৃথিবীর প্রথম ট্র্যাভেল পডটি চলবে দুবাই থেকে আবুধাবির মধ্যে।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *