Breaking News

সোফিয়া মাতালো ঢাকার ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’

সোফিয়া একটি রোবট৷ আগে থেকে প্রস্তুত করে রাখলে মানুষের সঙ্গে নির্দিষ্ট বিষয়ে আলোচনা চালাতে পারে এটি৷ ঢাকায় এক অনুষ্ঠানে সোফিয়ার উপস্থিতি বেশ সাড়া জাগিয়েছে৷ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয় সোফিয়ার৷ পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা সোফিরার পরণে হলুদ-সাদা টপ ও স্কার্ট৷ তাকে দেখে মুগ্ধ হল অফ ফেমের হাজার পাঁচেক দর্শক৷ সেখানে আদতে দু’হাজার দর্শকের থাকার কথা, কিন্তু সোফিয়ার আকর্ষণে দ্বিগুণেরও বেশি হয়ে গেল দর্শক৷

প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের পর সোফিয়াকে আনা হয় তাঁর সঙ্গে আলাপচারিতার জন্য৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘হ্যালো সোফিয়া, হাউ আর ইউ?’’ সোফিয়া বলে, ‘হ্যালো, মাননীয় প্রধানমন্ত্রী, আমি খুব গর্ব বোধ করছি৷ আপনার সঙ্গে দেখা করতে পেরে খুব ভালো লাগছে৷’’

সোফিয়া তাঁকে চিনল কী করে– শেখ হাসিনা এ প্রশ্ন করায় সোফিয়া জানায় যে, সে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সম্পর্কে অনেক পড়াশুনা করেছে৷ প্রধানমন্ত্রীকে তাঁর ‘ডিজিটাল বাংলাদেশ’-এর স্বপ্নের ইতিবৃত্ত গড় গড় করে শুনিয়ে দেয় হংকংয়ে তৈরি এই ‘তরুণী’৷

সোফিয়াকে তৈরি করেছে হংকংয়ের হ্যানসন রোবোটিক্স লিমিটেড৷ সোফিয়ার ডিজাইনার ডেভিড হ্যানসন তার সঙ্গে ঢাকায় আসেন৷ কথা বলার সময় সোফিয়ার মুখের অভিব্যক্তি রোবট শিল্পের এক দিক; আবার তার কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানুষের কণ্ঠ ও চেহারা শনাক্ত করতে পারার ক্ষমতা তার আরেক আঙ্গিক৷ ডিজিটাল যুগে বিজ্ঞান-প্রযুক্তি ও পুতুল খেলা যেন এক হয়ে যাচ্ছে এবং উভয়েই তা থেকে উপকৃত হচ্ছে৷ ভবিষ্যতে বাংলাদেশের যেসব শিশু নিজের পুতুল নিজেই প্রোগ্রাম করে খেলবে, সোফিয়া যেন সেই অদূর আগামীর হাতছানি৷

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মঞ্চ ছেড়ে যাবার পর যে হৈ-হট্টগোল শুরু হয়ে যায়, তাতে সোফিয়ার ঘাবড়ে যাবার অবস্থা, কেননা, সে বিশেষ বিশেষ সংলাপের টুকরো শুনে উত্তর দিতে অভ্যস্থ, হাজার মানুষের চেঁচামেচিতে নয়৷ সঞ্চালকদের অনুরোধ সত্ত্বেও গোলমাল না কমায় সোফিয়ার সঙ্গে দু’ঘণ্টার বৈঠক ৪০ মিনিটেই শেষ করে দিতে হয়৷ শুনে এক সহকর্মী বলছিলেন, ‘‘এ যেন ডিজিটাল দুনিয়ার সঙ্গে আমাদের চিরপরিচিত বাংলাদেশের মোলাকাত৷ বাংলাদেশ দেখল সোফিয়াকে, সোফিয়াও বাংলাদেশকে দেখে গেল৷’’

এসি/এসিবি

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *