Breaking News

অপহৃতদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শিনযো আবের

অপহৃত জাপানি নাগরিকদের ফেরত দেয়ার জন্য আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে চাপ দিতে জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সংগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মি. আবে অপহৃত জাপানি নাগরিকদের পরিবারগুলোর প্রতিনিধিদের সংগে মিলিত হন। তাদের সমিতি সিদ্ধান্ত নিয়েছে, তারা চান সরকার উত্তর কোরিয়াকে কিছু প্রণোদনার প্রতিশ্রুতি দিয়ে হলেও দশক পুরনো বিষয়টি সম্পর্কে আলোচনার অচলাবস্থা ভঙ্গ করে। উল্লেখ্য, প্রথম অপহরণটি সংঘটিত হয় ৪০ বছর আগে।

পরিবারগুলো যত দ্রুত সম্ভব অপহৃতদের ফিরিয়ে আনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে মধ্যস্থতার পক্ষপাতী। তারা বলেন, অর্থনৈতিক অবরোধ তুলে নেয়াও এই প্রণোদনায় অন্তর্ভুক্ত হতে পারে। মি. আবে বলেন, তিনি এই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাই এখনও পর্যন্ত অনেক অপহৃত ফিরে না আসার বিষয়টিকে তিনি বেশ দু:খজনক মনে করেন। তাদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা নেয়ার প্রতিশ্রুতি দেন।

মি. আবে বলেন, এ মাসের শুরুতে তার যুক্তরাষ্ট্র সফরের সময় উত্তর কোরিয়া একটি ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এবং এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি জাপানের সাথে শতভাগ রয়েছেন। পরিবারগুলোর দলনেতা শিগেও ইযুউকা বলেন, অতিক্রান্ত বছরগুলোর ভার সবাই অনুভব করছেন। তিনি আহবান করেন, সরকার যেন উত্তর কোরিয়াকে সমঝোতার টেবিলে আনার জন্য দেশটির উপর জাপানের আরোপকৃত নিষেধাজ্ঞাকে খুঁটি বা উপায় হিসেবে ব্যবহার করে।

তথ্যসূত্র: এনএইচকে ওয়ার্ল্ড

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *