Breaking News

আইএস জঙ্গিদের ওপর যৌথ বিমান হামলায় রাশিয়া ও তুরস্ক

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর প্রথমবারের মত যৌথ বিমান হামলা চালিয়েছে রাশিয়া ও তুরস্ক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বুধবার রুশ যুদ্ধবিমানগুলো তুরস্কের জঙ্গি বিমানের সঙ্গে যোগ দিয়ে আলেপ্পোর ৪০ কিলোমিটার উত্তরপূর্বে আল-বাব শহরে ইসলামিক স্টেট জঙ্গিদের উপর হামলা চালিয়েছে। গতমাসে এ এলাকায় আইএসের সঙ্গে স্থলযুদ্ধে তুরস্ক সেনাবাহিনী অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়। টেলিভিশনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট-জেনারেল সের্গেই রুদস্কোই বলেছেন, এই প্রথম রাশিয়ার বিমান বাহিনী এবং তুরস্ক এভাবে একজোট হয়েছে এবং এ যৌথ তৎপরতা খুবই কাজে দিচ্ছে।

বুধবারের বিমান হামলায় নয়টি রুশ বিমান ও আটটি তুর্কি বিমান অংশ নিয়েছে এবং ৩৬ টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানান রুদস্কোই। এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। তবে সিরিয়া সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী এ অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *