Breaking News

এবারের বাজেট

ঢাকা ডেস্ক: জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের ও মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃস্পতিবার বিকেল ৩টা ৪২ মিনিটে ৩ লাখ ৪০ হাজার ৬০০ কোটি টাকার রেকর্ড বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। এই বাজেটের মধ্য দিয়ে ঘোষিত হচ্ছে দেশের ৪৬তম বাজেট।  আর অর্থমন্ত্রী হিসেবে মুহিত ব্যক্তিগত দশম বাজেট উপস্থাপন করছেন। একই সঙ্গে টানা ৭ অর্থবছরে বাজেট দেওয়ার রেকর্ড গড়লেন মুহিত। এরআগে এস এম কিবরিয়া টানা ৬ অর্থবছরের বাজেট দিয়ে কৃতিত্ব গড়েছিলেন। তবে এখনো জাতীয় বাজেট প্রণয়নে সবার আগে আছেন সাবেক ও প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান। তিনি দেশের ১২টি বাজেট প্রণয়ন করেন।

গতবারের মতো এবারও পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪২ হাজার ৭৫০ কোটি টাকা, অনুন্নয়ন ব্যয় ২ লাখ ১৫ হাজার ৭৪৪ কোটি টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা ও ঘাটতি ৯৭ হাজার কোটি টাকা ধরা হয়েছে গত বছরের তুলনায় বাজেট বৃদ্ধির হার ১৭.৪ শতাংশ, মূল্যস্ফীতি ৫.৮ শতাংশ, জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২ শতাংশ ধরা হয়েছে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *