Breaking News

এভারেস্টে ১ বাঙালিসহ ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: এভারেস্ট পর্বতে উঠতে গিয়ে অসুস্থ হয়ে গত তিনদিনে প্রাণ হারিয়েছেন তিনজন। সর্বশেষ রোববার মৃত্যু হয়েছে ভারতীয় বাঙালি পর্বতারোহী সুভাষ পালের। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো দু’জন অভিযাত্রী। বিবিসি জানিয়েছে, মাটি ছেড়ে যতই উঁচুতে উঠছিলেন, ততই অসুস্থ হয়ে পড়ছিলেন সুভাষ পাল। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পা রেখেছেন শনিবার। কিন্তু বিজয় উদযাপন করতে পারেননি। শেরপাদের পেছনে পেছনে ফিরতে থাকা অবস্থায় পরের দিনই মৃত্যু হয়েছে তার। বিবিসি জানিয়েছে, সুভাষের আগে একইভাবে মৃত্যু হয়েছে একজন ডাচ পুরুষ ও এক অস্ট্রেলীয় নারীসহ দুই অভিযাত্রীর।

এছাড়া হিমালয়ে পর্বতারোহণের চলতি মৌসুম শেষ হওয়ার আগে আগে গত কয়েকদিনে এভারেস্টে উঠতে গিয়ে ‘ফ্রস্টবাইট’-এর শিকার হয়েছেন, অর্থাৎ ঠাণ্ডায় অঙ্গপ্রত্যঙ্গ জমে গিয়েছে বা গুরুতর অসুস্থ হয়েছেন প্রায় ৩০ জন পর্বতারোহী। সুভাষ পালের সঙ্গে এভারেস্ট আরোহণের পথে ছিলেন, এমন আরো দু’জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। এভারেস্টের চূড়ার কাছাকাছি ‘মৃত্যুবলয়’ বা ‘ডেথ জোন’ হিসেবে পরিচিত এলাকা থেকে নিখোঁজ হয়েছেন তারা।

গত দু’বছরে এটিই এভারেস্ট আরোহণের প্রথম মৌসুম। ২০১৪ সালে পর্বতটিতে তুষারধসে ১৬ জন শেরপার মৃত্যু হলে বিক্ষোভের মুখে সে বছর পর্বতারোহণ মৌসুম শেষ হওয়ার আগেই এভারেস্টে আরোহণ বন্ধ করে দিতে বাধ্য হয় নেপাল সরকার। এরপর গত বছর এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে এভারেস্টে অন্তত ১৮ জন পর্বতারোহীর মৃত্যু ও পর্বতারোহণের পথ ভেঙে পড়ায় বন্ধ ছিল পাহাড়ে ওঠা। এ বছর মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভালো আবহাওয়ার সুযোগ নিয়ে অসংখ্য পর্বতারোহী এভারেস্টে গিয়েছেন। গত ১১ মে থেকে এভারেস্টের নেপালের দিক হয়ে চূড়ায় পৌঁছেছেন প্রায় চারশ’ অভিযাত্রী।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *