Breaking News

কাঁচাবাজারে আগুন, ক্ষুব্ধ ক্রেতারা: আলু ১৪০ টাকা

ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে হু হু করে বাড়ছে সবজির দাম। বাজারে ৩০ টাকা থেকে ৬০ টাকার মধ্যেই সবধরণের শাকসবজি পাওয়া যেতো। এখন, ৮০ টাকার নিচে প্রায় কোনো সবজিই মিলছে না। ৩০ টাকা কেজির পেঁয়াজ এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিপ্রতি নতুন আলু ১৩০/১৪০ টাকা, বেগুন ১২০ টাকা,  কাঁচা মরিচ ১০০ টাকার উপরে, ঢেঁড়স ৬০/৭০ টাকা, কাকরোল ৮০/৯০ টাকা এবং ছোট ফুলকপি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করায় অধিকাংশ ক্রেতারাই ক্ষোভ প্রকাশ করছেন। নিম্নআয়ের মানুষরা সবজি কিনতে পারছেন না। তবে বিক্রেতারা বলছেন, এ মৌসুমে সবজির ফলন কম হওয়ায় এবং সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। দাম কমানোর বিষয়ে বিক্রেতারা জানান, বাজারে পর্যাপ্ত শীতকালীন সবজি এলে আগামী মাসের শুরুতে সবজির দাম কিছুটা কমতে শুরু করবে।

১৭ অক্টোবর, ২০১৭

ঢাকা, বাংলাদেশ।

তথ্যসূত্র: একাত্তর টিভি।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *