Breaking News

চলচ্চিত্রের নামে টেলিফিল্ম হচ্ছে : রাজ্জাক

জাতীয় চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এখন অনেকে কোনরকমে শুটিং করে নিয়ে এসে চলচ্চিত্র হিসেবে মুক্তি দিচ্ছে। এগুলো সিনেমা হচ্ছে না, টেলিফিল্ম হচ্ছে।’

অনুষ্ঠানে হালের অভিনয়শিল্পীদের অনুপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এখন এত তারকা, কিন্তু অনুষ্ঠানে তথাকথিত সে তারকারা কই?’ রাজ্জাক আরো বলেন, ‘আজ চলচ্চিত্র দিবস উপলক্ষে সমস্ত শুটিং বন্ধ, কোনো শুটিং হাউজও এর জন্য ভাড়া দেবে না। তারপরও তারা আসল না, হয়ত বিকেলে আসবে।’

অনেকদিন বড়পর্দায় দেখা যায় না এ অভিনেতাকে। এ প্রসঙ্গে বলেন, ‘আমি এখন আর তো নায়ক হতে পারব না, বাবার চরিত্র করতাম তাও অসুস্থতার জন্য করতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন।’

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *