Breaking News

চীনে ইন্টারনেট ব্যবহারকারী ৭৩ কোটি ১০ লাখ

চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ইউরোপের জন সংখ্যার সমান। গত বছর চীনে ইন্টারনেট ব্যবহার ৬.‌২ শতাংশ বেড়েছে। ‘‌চীনা ইন্টারনেট নেটওয়ার্ক’‌ জানাচ্ছে সে দেশে এখন ৭৩ কোটি ১০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। ২০১৬ সালে ইন্টারনেট ব্যবহার করতেন ৪২ কোটি ৯৯ লাখ মানুষ। যার অর্থ চীনের মোট জন সংখ্যার ৫৩.‌২ শতাংশ ইন্টারনেটের ব্যবহার জানেন।

‘‌গ্লোবাল টাইমস’‌–এ সাংহাইয়ের আইটি বিশেষজ্ঞ লি ই জানান, স্মার্ট ফোনের কারণেই এই ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। ভারতের পক্ষে আশার খবরও রয়েছে। মোবাইল ভিত্তিক লেনদেন বাড়াতে সক্রিয় হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনের ক্ষেত্রে দেখা গিয়েছে সেখানে গান, ভিডিও–র মতোই অনলাইন পেমেন্ট অ্যাপ সমান জনপ্রিয়। ২০১৬ সালে অনলাইনে খাবর সরবরাহকারী অ্যাপের ব্যবহার বেড়েছে ৮৩.‌৭ শতাংশ।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *