Breaking News

চীনে যানজট এড়াতে অভিনব এলিভেটেড বাস

সড়কে যানজটে আটকা পড়া সারি সারি গাড়ির উপর দিয়ে বাস চলে যাচ্ছে- স্বপ্নের এ বাসের বাস্তব রূপ দিয়েছে চীন। এ সপ্তাহে চীনের হেবেই প্রদেশে ট্রানজিট এলিভেটেড বাস (টিইবি) পরীক্ষামূলকভাবে চলাচল করেছে।

দুই মিটার উঁচু বাসটির নিচ দিয়ে গাড়ি চলাচল করতে পারে। বিদ্যুৎ চালিত ৭২ ফুট লম্বা ও ২৫ ফুট চওড়া বাসটি তিনশ’র বেশি যাত্রী পরিবহনে সক্ষম। আশা করা হচ্ছে, বাসটি ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে টিইবি প্রকল্পের প্রধান প্রকৌশলী সং ইউঝু বলেন, “সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই বাসের কারণে সড়কের অনেক জায়গা বেঁচে যাবে।”
প্রকল্পের অন্য একজন প্রকৌশলী বাই জিমিং সিসিটিভিকে বলেন, “যেভাবে সাবওয়ে চলে টিইবিও একই ভাবে চলবে। অথচ সাবওয়ের তুলনায় এটার নির্মাণ খরচ পাঁচ ভাগের একভাগ হবে।”

একটি টিইবি ৪০টি সাধারণ বাসের সমান কাজ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তবে কবে নাগাদ বাসটি চীনের শহরগুলোতে চলতে শুরু করবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *