Breaking News

জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা’র বর্ণাঢ্য পুরস্কার বিতরণী

আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ মিলনায়তনে আজ ২০ অক্টোবর, বিকেল ৪ টায় জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা’১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

সভাপতিত্ব করেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি এবং সঞ্চালনা করেন ভবানী শঙ্কর রায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবার আগে আলোচনায় অংশগ্রহণ করেন, ভাষাসংগ্রামী কামাল লোহানী, সর্বজন বরেণ্য এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, কবি হালিম আজাদ, গবেষক-লেখজ সিদ্দিকুর রহমানসহ প্রাজ্ঞজন।

আলোচনায় ভাষাসংগ্রামী কামাল লোহানী বলেন, দেশটা পাপে নীল হয়ে গেছে যেন! চারপাশে খুন, ধর্ষণ, মিথ্যাচারে ভরে গেছে। আমরা শান্তিতে বাঁচতে চাই।

এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, ত্বকী হত্যার বিচার প্রয়োজন তার পরিবারের সান্ত্বনার জন্য নয়, এলাকাবাসীর স্বস্থির জন্যও নয়, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্যই এই বিচার প্রয়োজন।

সভাপতির বক্তব্য রফিউর রাব্বি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই আমাদের এগোতে হব। ত্বকী হত্যার বিচার করে বর্তমান সরকারকে কলঙ্ক মুক্ত হতে হবে।

আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র, শিক্ষামূলক বই তুলে দেন অতিথিবৃন্দ। রচনা প্রতিযোগিতায় ক, খ ও গ বিভাগে যথাক্রমে প্রথম পুরস্কার বিজয়ী হন যথাক্রমে পূর্ণতা সাহা, নুর-এ-জান্নাত নির্মিতা ও লালন হোসেন। রচনা প্রতিযোগিতায় তিনটি বিভাগেই সেরা ১০ জন করে বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক, খ ও গ বিভাগে যথাক্রমে প্রথম পুরস্কার গ্রহণ করেন ফাহিমা অপরাজিতা, আল মাউন ও নবনীতা দাস। প্রত্যেক বিভাগে সেরা ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে ৭ম স্থান অধিকারী আড়াই বছরের শিশু আঁকিয়ে সিম্পল ধূলি সবার মনোযোগের কেন্দ্রে স্থান করে নেয়। হলে উপস্থিত সুধীজন ব্যাপক করতালি দিয়ে বিজয়ীদের অভিনন্দন জানান।

আগামীতে আবারো ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতা আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন সন্ত্রাস নির্মূল মঞ্চ কর্তৃপক্ষ।

২০ অক্টোবর, ২০১৭

ঢাকা, বাংলাদেশ।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *