Breaking News

ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়া পেশাজীবী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদলের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে।

খসড়া সফরসূচি অনুযায়ী, জন কেরি ২৯ আগস্ট সকালে জেনেভা থেকে ঢাকায় আসবেন। ওই দিনই তার ঢাকা থেকে দিল্লি যাওয়ার কথা রয়েছে। জন কেরির সম্ভাব্য সফরসূচির বিষয়টি রোববার আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। জন কেরির সফরের পূর্ব প্রস্তুতি হিসেবে এ মাসে চারবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। গত রোববার পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে সফরের বিষয়ে কথা বলেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরির এটিই প্রথম ঢাকা সফর হলেও গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের এটি দ্বিতীয় ঢাকা সফর। ২০১২ সালের মে মাসে দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বাংলাদেশ সফর শেষে ভারতে গিয়েছিলেন হিলারি।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *