Breaking News

দলীয় প্রধানের পদ থেকে রবার্ট মুগাবে অপসারিত

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে অপসারণ করেছে ক্ষমতাসীন দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্ট (জানু-পিএফ)।
আজ রবিবার জনগণের বিক্ষোভের মুখে রবার্ট মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে অপসারণ করা হয়। মুগাবেকে সরিয়ে দেবার পর তার স্থলাভিসিক্ত হন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াক । ১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন ৯৩ বছর বয়সী মুগাবে।
এর আগে মুগাবে তাঁর ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করায় সংকট দেখা দেয়। ভাইস প্রেসিডেন্ট নানগাগওয়াকে তাঁর সম্ভাব্য উত্তরসূরি মনে করা হচ্ছিল। কিন্তু ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করে মুগাবে তাঁর স্ত্রী গ্রেসকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করেন। আর এরপরই রক্তপাতহীন অভ্যুত্থানের শুরু হলো ।
গতকাল শনিবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে হাজার হাজার জনতা রবার্ট মুগাবে যুগের সমাপ্তির উৎসবে মাতোয়ারা হন। একেই সাথে প্রেসিডেন্ট মুগাবের পদত্যাগের দাবিতে সোচ্চার হয় সেদেশের মানুষ।

১৯ নভেম্বর, ২০১৭
সূত্র: বিবিসি অনলাইন।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *