Breaking News

দুপুরেই দেশে ফিরছে ক্রিকেট দল

দুপুরেই দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বেলা ২টায় ঢাকায় পৌঁছার কথা। এর আগে সকাল ছয়টায় হায়দ্রারাবাদ থেকে কলকাতায় উদ্দেশ্যে রওনা দিয়েছেন টাইগাররা। সেখান থেকেই দেশের বিমানে উঠবেন মুমিনুল-তাসকিনরা। ভারত থেকে দলের সবাই মঙ্গলবার একসঙ্গে দেশে ফিরছেন না। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে ভারত থেকে আরব আমিরাতে চলে যাচ্ছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। কলকাতা পর্যন্ত দলের সঙ্গে এলেও মুশফিকুর রহীম-তাইজুল ইসলাম আরও কদিন ভারতে থেকে যেতে পারেন।

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এবারই প্রথম ভারত সফরে যাওয়া সুযোগ পেয়েছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল হায়দ্রাবাদে একমাত্র টেস্ট ম্যাচের সিরিজটি ড্র করা। কিন্তু ব্যাটসম্যান ও ফিল্ডারদের ব্যর্থতায় আশা জাগিয়েও সেই লক্ষ্যে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিমের দল। হায়দ্রারাবাদ টেস্টে ২০৮ রানে হেরেছে সফরকারীরা। তবে এই ব্যর্থতা নিয়ে পড়ে থাকতে পারছেন না টাইগাররা। কেননা চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় বাংলাদেশের। মার্চেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। তাই তো দেশে ফিরে দশ দিনের ছুটি শেষে আগামী ২৪ ফেব্রুয়ারি আবারও ব্যাট-বলের অনুশীলনে নামতে হবে সৌম্য-সাব্বিরদের।
২৭ অথবা ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় রওনা দেওয়ার কথা মাশরাফি-মুশফিকদের। সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *