Breaking News

ফাঁস

বদরুল বোরহান:
বিজি প্রেসে প্রশ্ন ছাপে, সে প্রশ্ন হয় ফাঁস,
শিক্ষা বিভাগে মারে মাছি, কাটে তারা ঘাস।
ইন্টারনেটে প্রশ্ন পেয়ে কেউবা দেখায় দাঁত,
বাকিরা সব আঙুল চোষে, কারো মাথায় হাত।

উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চলছে অহর্নিকা,
প্রশাসনের দুর্বলতায় ছড়ায় কারা বিষ?
‘লজ্জা’ ‘শরম’ শব্দ দুটো হলো দেশান্তর,
অভিধানে আজো আছে, ছিল জীবনভর।

দায়বদ্ধতার নেই যে বালাই, দেই না তো কেউ ছাড়,
দেশটা জুড়ে ক্রমাগত বাড়ছে গোপাল ভাঁড়।
‘উদ্ভট এক উটের পিঠে’ চলছে যখন দেশ,
কোথায় যে তার গন্তব্য, কোথায় যে তার শেষ!

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *