Breaking News

মসুলে ধ্বংসস্তূপ থেকে ৬১ মরদেহ উদ্ধার

মসুলের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৬১টি মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে ইরাকি পুলিশ। যৌথ বাহিনীর বিমান হামলায় অন্তত ২০০ জন বেসামরিক ইরাকি নিহত হয়েছে বলে খবর সিএনএন এর। তবে ইরাকি সেনাবাহিনীর মত হচ্ছে বিমান হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটেনি। আইএস জঙ্গিরা সে ভবনটি উড়িয়ে দিয়ে থাকতে পারে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনরুদ্ধার অভিযানে লড়াই তীব্র আকার নিয়েছে। শহরের পশ্চিমাঞ্চলে ইরাকি বাহিনীর এ অভিযানে সহায়তা দিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলেছে, সম্প্রতি এই যৌথ বাহিনীর বিমান হামলায় শহরে অন্তত দুই শ বেসামরিক লোক নিহত হয়েছে।

২০১৪ সালে মসুল দখল করে নেয় আইএস। ইরাকে বর্তমানে এটাই তাদের শেষ শক্ত ঘাঁটি। মার্কিন ও ইরাকি বাহিনী গত অক্টোবর থেকে মসুল পুনরুদ্ধার করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়ে নেমেছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই শহরটির অনেক অংশই ইসলামিক স্টেট এর হাত থেকে ফিরিয়ে এনেছে তারা। তবে এজন্য অনেক মূল্য দিতে হচ্ছে ইরাকিদেরকে।

মসুল থেকে পালিয়ে যাওয়া অনেক বাসিন্দা অভিযোগ করেছেন, জঙ্গিরা বেসামরিক লোকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে, তাদের বাড়িঘরে আশ্রয় নিচ্ছে এবং ইরাকি বাহিনীর বিরুদ্ধে তরুণদের লড়াই করতে বাধ্য করছে। সূত্র : সিএনএন

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *