Breaking News

রিও কাপাচ্ছেন বাংলাদেশি কন্যা

রিদমিক জিমন্যাস্টিকসে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা মার্গারিটা মামুনকে রাশিয়ানই বলতে হবে। বাবা আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশি হলেও তার মেয়ের জন্ম ও বেড়ে ওঠা মস্কোতে। সেকারণে রাশিয়ান অ্যাথলেট হিসেবেই বিশ্বব্যাপী সমাদৃত মারগারিটা। আলো ছড়াচ্ছেন রিও অলিম্পিকেও। এবারের অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে নিজের চার ইভেন্ট হুপে ১৮.৮৩৩, বলে ১৯.০০০, ক্লাবে ১৭.৫০০ ও রিবনে ১৯.০৫০; সব মিলিয়ে একক অলরাউন্ডে মোট ৭৪.৩৮৩ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকে হিট শেষ করেছেন। এগোনোর ধরন দেখে মনে হচ্ছে সোনা জয় কেবল সময়ের ব্যাপার মাত্র!

মারগারিটার মেরিন ইঞ্জিনিয়ার বাবা বাংলাদেশি হলেও মা আনা রাশিয়ান। তিনিও একসময় রিদমিক জিমন্যাস্ট ছিলেন। মারগারিটার অনুপ্রেরণাটা এসেছে সেখান থেকেই। জুনিয়র লেভেলেই অনেক আন্তর্জাতিক আয়োজনের অংশ হয়েছেন। খেলেছেন বাংলাদেশের হয়েও। এই রিদমিক জিমন্যাস্টিকসের বিশ্বরেকর্ডটাও কিন্তু মারগারিটার দখলে। চলতি বছরই আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট তুলে এই রেকর্ড গড়েছিলেন তিনি। বোঝাই যাচ্ছে, ২০১৬ সালে দারুণ ফর্মে রয়েছেন।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *