Breaking News

রোনালদো-মেসিকে হারিয়ে নেইমার সেরা!

নেইমার কখনো বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেননি। জেতেননি ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। যেখানে রেকর্ড ৫ বারের বিশ্বসেরা লিওনেল মেসি। আর ৪ বারের বিশ্বসেরা ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বর্তমান বিশ্বের ওই দুই সেরা খেলোয়াড়কে এক দিক দিয়ে হারিয়ে দিলেন তাদের অনুজ ব্রাজিলিয়ান ফুটবল বিস্ময় নেইমার। ইউরোপের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এখন ২৪ বছরের নেইমার। তার মূল্য ২১৬ মিলিয়ন পাউন্ড। এটাকে ট্রান্সফার মূল্য হিসেবে ধরা হয়েছে। সম্প্রতি একটি গবেষণা করা হয় ইউরোপে ১০০ মিলিয়ন ইউরোর বেশি আয় করা ১০ ফুটবলারের ওপর। সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে নেইমার হারিয়ে দিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় তার সতীর্থ আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসিকে। হিসেব মতে মেসির মূল্য ১৪৯ মিলিয়ন পাউন্ড। তিনি দ্বিতীয় স্থানে। আর এই বছর ব্যালন ডি’অর ও ফিফার বিশ্ব বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রোনালদো এই তালিকার সপ্তম স্থানে। পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের সুপারস্টারের মূল্য ১১১ মিলিয়ন পাউন্ড।

এই গবেষণা প্রতি বছরই চালায় সিআইইএস ফুটবল অবজারভেটোরি নামের এক প্রতিষ্ঠান। খেলোয়াড়ের পারফরম্যান্স, বয়স ও চুক্তির মেয়াদ হিসেবে নিয়ে ফলাফল বের করা হয়ে থাকে। তাদের গবেষণায় ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবার অবস্থান কোথায়? পগবা গেল গ্রীষ্মে বিশ্বরেকর্ড গড়া ৮৯ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ইংলিশ ক্লাবটিতে যোগ দেন। তার বর্তমান মূল্য বলা হচ্ছে ১৩৬.৪ মিলিয়ন পাউন্ড। তালিকার সেরা পাঁচে পগবাই স্প্যানিশ লা-লিগার বাইরের একমাত্র খেলোয়াড়। বিশ্বের তৃতীয় দামী খেলোয়াড় তিনি। ফ্রান্স ও আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড় আন্তোইন গ্রিজমান (১৩২ মিলিয়ন পাউন্ড) চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে বার্সেলোনায় নেইমারের সতীর্থ উরুগুয়ের লুই সুয়ারেজ (১২৭ মিলিয়ন পাউন্ড)। ইংল্যান্ড ও টটেনহামের হ্যারি কেন (১২২ মিলিয়ন পাউন্ড) ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে রোনালদো। অষ্টম স্থানে আছেন আর্জেন্টিনা ও জুভেন্তাসের পাওলো দিবালা (১০২ মিলিয়ন পাউন্ড)। শীর্ষ দশের শেষ দুইজন যথাক্রমে ইংল্যান্ড ও টটেনহামের ডেলে আলি (৯৬ মিলিয়ন পাউন্ড) এবং বেলজিয়াম ও চেলসির ইডেন হ্যাজার্ড (৮৯ মিলিয়ন পাউন্ড)।

তথ্যসূত্র: ইন্টারনেট

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *