Breaking News

লাল গ্রহ মঙ্গল স্পষ্ট হয়ে দেখা দিতে যাচ্ছে সোমবার

অনলাইন ডেস্ক: পৃথিবীর আকাশে রহস্যময় লাল গ্রহ মঙ্গল স্পষ্ট হয়ে দেখা দিতে যাচ্ছে। কেননা, ১১ বছর পর এদিন আবারও পৃথিবীর খুব কাছে আসছে গ্রহটি। পৃথিবীর প্রতিবেশি গ্রহটির কাছে আসাকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোতে দেখা দিয়েছে ছুটির আমেজ। মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে অনেকেই রীতিমত আয়োজন করেছেন। এদিন চিরচেনা রহস্যময় মঙ্গল গ্রহ আকাশে অনেকটাই উজ্জ্বল হয়ে দেখা দেবে। সৌরজগতে পৃথিবীর পাশের গ্রহটি নিয়ে এমনিতেই আগ্রহী বিজ্ঞানীরা। লাল গ্রহটি খুব কাছে চলে আসায় গবেষণার কাজে তারা নানা উদ্যোগও নিয়েছেন। রহস্যময় লাল গ্রহকে কাছে পেয়ে নাসা’র হাবল টেলিস্কোপ একের পর এক ছবি তুলে যাচ্ছে। যেসব ছবিতে স্পষ্ট হয়ে উঠছে গ্রহটির স্থলভাগ এমনকি আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘও। গ্রহটিতে হওয়া ধূলিঝড়ের ছবিও ধরা পড়েছে সেসব ছবিতে। বিজ্ঞানীরা বলছেন, মঙ্গলের মেরু এলাকার সাদা বরফও ধরা পড়েছে হাবলের চোখে।

পৃথিবী থেকে সোমবার লাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গলের দূরত্ব হবে ৪ কোটি ৬৮ লক্ষ মাইল। ২০০৫ সালের পর যা আবারও ঘটতে চলেছে। তবে পৃথিবীর সবচেয়ে কাছে মঙ্গল গ্রহ আসার রেকর্ডটি হয়েছিল ২০০৩ সালে। সেবার পৃথিবী ও মঙ্গলের মধ্যে দূরত্ব ছিল ৩ কোটি ৪৬ লক্ষ মাইল। অবশ্য তখনকার মতো এতোটা কাছে না এলেও ২০১৮ সালে দুই গ্রহের দূরত্ব থাকবে ৩ কোটি ৬০ লক্ষ মাইল। মঙ্গল গ্রহ আমাদের খুব কাছে চলে আসায় রাতের আকাশে অন্য সময়ের মতো শুধু লাল বিন্দু হিসেবে একে দেখা যাবে না। আকাশের দক্ষিণ-পূর্ব দিকে তাকালে খালি চোখেও এখন বেশ উজ্জ্বল ভাবে ধরা দেবে এটি। তাতেও যদি শখ না মেটে তবে ২০১৮ সাল নাগাদ মঙ্গল আরও বেশি স্পষ্ট হবে আমাদের চোখে। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *