Breaking News

সন্ত্রাসে সবচেয়ে বড় মদদদাতা দেশ ইরান : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস মাটিস

ইরানকে বিশ্বে সন্ত্রাসে সবচেয়ে বড় মদদদাতা দেশ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস মাটিস। তিনি বলেন, “বিশ্বে একমাত্র ইরানই সন্ত্রাসে মদদদানকারী সবচেয়ে বড় দেশ।” গত রোববার একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। এর পরপরই দু দেশের উত্তেজনার মধ্যেই ইরান সম্পর্কে এমন মন্তব্য করলেন মাটিস।

তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফর শেষে জাপানে গেছেন। সেখানেই এক সংবাদ সম্মেলনে মাটিস বলেন, “ইরানের ব্যাপারে বলতে গেলে বলতে হয়, তারাই বিশ্বে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসে মদদ দেওয়া সবচেয়ে বড় দেশ। আমরা লেবানন ও সিরিয়া থেকে শুরু করে বাহরাইন এবং ইয়েমেন পর্যন্ত তাদের অশোভন আচরণ দেখেছি। একটা পর্যায়ে গিয়ে তো বিষয়টি নিয়ে কথা বলতেই হবে।”

কিন্তু ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটিকে মোকাবেলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি বাড়ানোর প্রয়োজন দেখছেন না বলে জানিয়েছেন মাটিস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ মুহূর্তে মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়ানোর প্রয়োজনীয়তা দেখছি না। যদিও যে কোনো মুহূর্তে তা করার সক্ষমতা আমাদের আছে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়লাভের পর থেকেই যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক আবারও ভেঙ্গে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তেহরান-ওয়াশিংটন উত্তেজনা নতুন করে বাড়তে থাকে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *