Breaking News
A customer tries gold bangles inside a jewellery showroom at Noida in the northern Indian state of Uttar Pradesh in this April 21, 2011 file photo. India's passion for gold is putting such a strain on state finances that the government may slap higher import taxes on the precious metal, but demand buoyed by heady inflation and meagre savings will blunt the impact of any rise in duties as reported January 16, 2013. REUTERS/Parivartan Sharma/Files (INDIA - Tags: BUSINESS COMMODITIES)

সোনার দাম কমল ভরিতে দেড় হাজার টাকা

ঢাকা ডেস্ক: পাঁচ দফা দাম বাড়ার পর কমছে সোনার দাম। প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। এই নতুন দর মঙ্গলবার থেকে কার‌্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান জানান, বিশ্ববাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে।

এ দফায় প্রতি ভরি ভালো মানের সোনার দাম পড়বে ৪৫ হাজার ৮৯৮ টাকা, যা বর্তমানে ৪৭ হাজার ৪১৫ টাকা। অন্যান্য মানের সোনার দামও একই হারে কমানো হয়েছে বলে বাজুস সূত্রে জানা গেছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৭ হাজার ৬১৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি হবে ২৬ হাজার ১২৭ টাকা।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *