Breaking News

হ্যাকার প্রতিরোধ করবে এই নতুন ওয়াইফাই

ঘরের ব্যক্তিগত কম্পিউটারের ডাটাও থাকছে না নিরাপদ। আর তাই সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এগিয়ে এসেছে ৩টি স্বনামধন্য প্রতিষ্ঠান। সিমেনটেক, বিটডিফেন্ডার এবং ইন্টেল যৌথভাবে বিশেষ রাউটার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে, যা বাড়িতে ব্যবহার করলে হ্যাকারদের হাত থেকে তথ্য চুরির আশঙ্কা অনেকটাই হ্রাস পাবে। প্রতিষ্ঠানগুলো বলছে, বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েই এই রাউটারগুলো নির্মাণ করা হয়েছে। ফলে কারো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হলে তা সহজেই প্রতিহত করবে রাউটারটি। এমনকি রাউটারে নেটের প্রবাহের সময়ও এটি সুরক্ষা দেবে।

শুধু তথ্য প্রযুক্তির সুরক্ষাই নয়, ঘরের সন্তানেরা দিনে কতটা সময় অনলাইনে থাকে রাউটারটি সেটাও লক্ষ রাখবে। এছাড়া কোন সাইটে গিয়ে কি দেখেছে তাও জানা যাবে রাউটারটির মাধ্যমে। বিটডিফেন্ডারের প্রতিরক্ষা গবেষকদলের প্রধান এলেক্স বালান জানান, তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে ক্রেতার এমন পণ্যই প্রয়োজন যা তার সুরক্ষার দিকটি দেখবে। তিনি আরো বলেন, ‘সেদিন বেশি দূরে নয় যেদিন দৈনন্দিন জীবন ও যোগাযোগের ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হবে স্মার্ট ফোনের বিভিন্ন অ্যাপ। কোনোভাবেই তা এড়ানো সম্ভব হবে না।’

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *