Breaking News

১৭তম আইফায় যারা বাজিমাত করলেন

ভারতের অস্কার খ্যাত ১৭তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস, আইফাতে ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি সেরা ছবি, সেরা পরিচালক, অভিনেতা-অভিনেত্রীসহ গুরুত্বপূর্ণ সব পুরস্কার জিতে নিয়েছে। এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে দেওয়া হয় এবারের পুরস্কার। শনিবার রাতে স্পেনের মাদ্রিদে বসে এই পুরস্কারের জমকালো আসর। এবারের আসর উপস্থাপনা করেন অভিনেতা শহিদ কাপুর ও ফারহান আখতার।

‘বাজিরাও মাস্তানি’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সঞ্জয় লীলা বানসালি। একই ছবির জন্য সেরা অভিনেতা রণবীর সিং, সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ ছাড়া ‘ওমেন অব দ্য ইয়ার’ নামে বিশেষ পুরস্কার পেয়েছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া ‘বাজিরাও মাস্তানি’ আরো যেসব পুরস্কার পেয়েছে, তা হলো সেরা চিত্রগ্রাহক সুদীপ চ্যাটার্জি, সেরা প্রোডাকশন ডিজাইন সালোনি ধাত্রাক, শ্রীরাম আইঙ্গার, সুজিত সাওয়ান্ত।

‘পিঙ্গা’ গানের জন্য সেরা কোরিওগ্রাফার রেমো ডিসুজা। সেরা অ্যাকশনের পুরস্কার জিতেছেন শ্যাম কৌশল। সেরা শব্দ পরিকল্পনার পুরস্কার জিতেছেন বিশ্বদীপ চ্যাটার্জি ও নিহার রঞ্জন সামাল।

‘দিল ধারাকনে দো’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন অনিল কাপুর।

‘মাসান’ ছবির জন্য ভিকি কৌশল ও ‘দাম লাগাকে হাইসা’ ছবির জন্য ভূমি পেরনেকার সেরা নবাগত অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।

‘দাম লাগাকা হাইসা’ ছবির ‘মোহ মোহ কে ধাগে’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার জিতেছেন পাপন, সেরা গায়িকা মোনালি ঠাকুর। গানটির কথা লিখে সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন বরুণ গ্রোভার।

‘রয়’ ছবির জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন অমল মল্লিক, মিট ব্রাদার্স অঞ্জন, অঙ্কিত তিওয়ারি।

‘বজরঙ্গি ভাইজান’ ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতেছেন কবির খান, পারভিজ শেখ ও ভি. ভিজেন্দ্র প্রসাদ।

‘তালভার’ ছবির জন্য সেরা সম্পাদনার পুরস্কার পেয়েছেন এ শ্রীকার প্রসাদ।
১৭তম আইফা অ্যাওয়ার্ড সম্পূর্ণ তালিকা:

সেরা ছবি : বাজিরাও মাস্তানি

সেরা পরিচালক : সঞ্জয় লীলা বানসালি (বাজিরাও মাস্তানি)

সেরা অভিনেতা : রণবীর সিং (বাজিরাও মাস্তানি)

সেরা পার্শ্ব অভিনেতা : অনিল কাপুর (দিল ধারাকনে দো)

সেরা কাহিনী : জুহি চতুর্ভেদি (পিকু)

সেরা সংলাপ : জুহি চতুর্ভেদি (পিকু)

সেরা অভিনেত্রী : দীপিকা পাড়ুকোন (পিকু)

সেরা চিত্রগ্রাহক : সুদীপ চ্যাটার্জি (বাজিরাও মাস্তানি)

সেরা চিত্রনাট্য : কবির খান, পারভিজ শেখ, ভি. ভিজেন্দ্র প্রসাদ (বজরঙ্গি ভাইজান)

সেরা সম্পাদনা : এ শ্রীকার প্রসাদ (তালভার)

সেরা পার্শ্ব অভিনেত্রী : প্রিয়াঙ্কা চোপড়া (বাজিরাও মাস্তানি)

সেরা নবাগত : ভিকি কৌশল (মাসান)

সেরা নবাগতা : ভূমি পেরনেকার (দাম লাগাকা হাইসা)

সেরা নবাগত জুটি : সুরোজ পাঞ্চোলি ও আথিয়া শেঠি (হিরো)

সেরা খলনায়ক : দর্শন কুমার (এনএইচ১০)

সেরা কৌতুক অভিনেতা : দীপক দোবরিয়াল (তানু ওয়েডস মানু রিটার্নস)

সেরা প্লেব্যাক গায়ক : পাপা (মোহ মোহ কে ধাগে, দাম লাগাকে হাইসা)

সেরা প্লেব্যাক গায়িকা : মোনালি ঠাকুর (মোহ মোহ কে ধাগে, দাম লাগাকে হাইসা)

সেরা গীতিকার : বরুণ গ্রোভার (মোহ মোহ কে ধাগে, দাম লাগাকে হাইসা)

সেরা সংগীত পরিচালক : অমল মল্লিক, মিট ব্রাদার্স অঞ্জন, অঙ্কিত তিওয়ারি (রয়)

সেরা সংগীত প্রকৌশলী : তনয় গাজ্জার (দিওয়ানি মাস্তানি, বাজিরাও মাস্তানি)

সেরা প্রোডাকশন ডিজাইন : সালোনি ধাত্রাক, শ্রীরাম আইঙ্গার, সুজিত সাওয়ান্ত (বাজিরাও মাস্তানি)

সেরা কোরিওগ্রাফার : রেমো ডিসুজা (পিঙ্গা, বাজিরাও মাস্তানি)

সেরা অ্যাকশন : শ্যাম কৌশল (বাজিরাও মাস্তানি)

সেরা শব্দ পরিকল্পনা : বিশ্বদীপ চ্যাটার্জি ও নিহার রঞ্জন সামাল (বাজিরাও মাস্তানি)

সেরা শব্দ মিশ্রণ : অজয় কুমার পিবি (বদলাপুর)

সেরা আবহ সংগীত : সঞ্চিত বলহারা (বাজিরাও মাস্তানি)

সেরা স্পেশাল এফেক্টস : প্রসাদ সুতারা (বাজিরাও মাস্তানি)

সেরা পোশাক সজ্জা : অঞ্জু মোদি, ম্যাক্সিমা বসু (বাজিরাও মাস্তানি)

সেরা মেকআপ : বিক্রম গাইকার (দাত্তো, তানু ওয়েডস মানু রিটার্নস)

বিশেষ পুরস্কার ‘ওমেন অব দ্য ইয়ার’ : প্রিয়াঙ্কা চোপড়া

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *