Breaking News

কাটার মাস্টারের স্ব-রূপে ফেরা

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ টাইগারদের জন্য এক অর্থে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া। বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে যাওয়া আগে নিজেদের যতটা শানিয়ে নেওয়া যায় আর কী! সিরিজে এরইমধ্যে তিন ম্যাচ (মোট চারটি ম্যাচ) খেলা হয়ে গেছে বাংলাদেশের। অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা ভেসে যায় বৃষ্টিতে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হার ও স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবারের জয়। বাকি নিউজিল্যান্ডের বিপক্ষে আরো একটি ম্যাচ। সেই ম্যাচের আগেই যদি প্রাপ্তি যোগ করা হয়, তবে মোস্তাফিজুর রহমান নামটিই বোধহয় সবার আগে উঠে আসবে। চেনা মোস্তাফিজেরই যে দেখা মিলেছে আয়ারল্যান্ডে। কাটার মাস্টারকে স্ব-রূপে ফিরে পেয়ে দর্শকরা যেমন খুশি, তেমনি আনন্দিত আসলে ফিজ নিজেও। তাই তো টুইটারে নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করতে ভুল করলেন না সাতক্ষীরার এ তরুণ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক মোস্তাফিজুর রহমান। মেলাহাইডে শুরু থেকেই বল হাতে আগুন ঝরিয়েছেন তিনি। যে আগুনে পুড়ে ছাই হলো আইরিশ ব্যাটসম্যানরা। পল স্টারলিং, নিয়াল ও ব্রেইন, কেভিন ও ব্রেইন ও গেরি উইলসনকে ফিরিয়ে স্বাগতিকদের ১৮১ রানে অল আউট করার কাজের কাজটা তো মোস্তাফিজই করে দিয়েছেন। বাংলাদেশের ৮ উইকেটে জেতা ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তাই মোস্তাফিজের হাতেই উঠল। ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়ে যে আনন্দিত মোস্তাফিজ, তা বোঝা গেল তার টুইটে। শনিবার সেরা খেলোয়াড়ের ড্যামি চেক গ্রহণের ছবি নিজেদের টুইটারে পোস্ট করেছেন মোস্তাফিজ। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। গতকালের বোলিং পারফরম্যান্সে আনন্দিত।’

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *