Breaking News

কোলকাতা বই মেলায় প্রকাশিত বইয়ের মোড়ক উম্মোচন হয়েছে খুলনা প্রেস ক্লাবে।

আজ ১৮ ই মার্চ ২০১৮ রবিবার, বেলা ১ টায় খুলনা প্রেস ক্লাব লাউঞ্জে গ্লোবাল খুলনার আয়োজনে, সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের সহ: অধ্যাপক ডা: শাহীদুর রহমান শাহীন সম্পাদিত লিটল ম্যাগাজিন ‘‘মৃন্ময়’’ এবং তার রচিত ‘‘নৈশব্দ অশ্র“মালা’’ বইয়ের মোড়ক উম্মোচন করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বই দুটির লেখক ও প্রকাশক ডা: শাহীদুর রহমান শাহীন, গ্লোবাল খুলনার আহবায়ক ও জাপান থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা নিহন বাংলার উপদেষ্টা সম্পাদক শাহ মামুনুর রহমান তুহিন। প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন যথাক্রমে প্রেস ক্লাব সাধারন সম্পাদক মল্লিক সুধাংশু, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্ট,ু সাবেক সভাপতি এ কে হিরু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, মেট্্েরাপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আনিসুজ্জামান, সাবেক প্রেস ক্লাব সম্পাদক সুবির কুমার রায়, কাজী শামিম আহম্মেদ, কৌশিক দে প্রমুখ। উল্লেখ্য যে, উক্ত লিটল ম্যাগাজিন ‘‘মৃন্ময়’’ তে গ্লোবাল খুলনার একটি লেখাও ছাপা হয়েছে।

DSC_9878 -10 (1)

প্রেস বিজ্ঞপ্তি

শাহ মামুনুর রহমান তুহিন
আহবায়ক, গ্লোবাল খুলনা

উপদেষ্টা সম্পাদক,
জাপান থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা নিহন বাংলা।

 

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *