Breaking News

খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলায়তনে গ্লোবাল খুলনার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত

অদ্য বেলা ১১.৩০ ঘটিকায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলায়তনে গ্লোবাল খুলনার আয়োজনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অভিবাসন, শিক্ষা, ব্যবসা বানিজ্যসহ খুলনা ও দক্ষিন অঞ্চলের বিভিন্ন বিষয়ে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সাংবাদিক, রাজনৈতিক ও সুধী সমাজের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।গ্লোবাল খুলনার আহবায়ক জনাব শাহ্ মামুনুর রহমান তুহিনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়াস্থ এ্যাম্বাসেডর ফর দ্য ওয়াক ফর রেসপেক্ট, অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশ কমিউনিটি সেক্রেটারী এবং গ্লোবাল খুলনার কো-অর্ডিনেটর জনাব আনিসুর রহমান রিতু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক পূর্বাঞ্চলের ব্যবস্থাপনা সম্পাদক জনাব মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সুবির রায়, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, সাবেক সভাপতি প্রেসক্লাব শেখ আবু হাসান ও শেখ ফারুক আহম্মেদ, হুমায়ুন কবির ববি, রফিকুল ইসলাম চৌধুরী হাসান, এম.এ. কাশেম, সজীব রহমান, ইঞ্জি. মোঃ আব্দুল্লাহ, কাজী সুজা, ইঞ্জি. মোক্তাদিরসহ অনেকে। সভাপতি তার বক্তব্যে গ্লোবাল খুলনার কার্যক্রম, বর্তমান কমিটি এবং বর্হিবিশ্বের অবস্থানরত সকল খুলনা বাসীর মাধ্যমে এবং সরকারের সহযোগীতায় বৃহত্তর খুলনায় নানা ভাবে উন্নয়ন ও বিভিন্ন সহযোগীতার লক্ষ্যে যে নিরলস কাজ করে যাচ্ছে সে ব্যাপারে আলোকপাত করে বক্তব্য রাখেন।

received_1396938590366209received_1396935667033168

গ্লোবাল খুলনার কার্যক্রমে উৎসাহিত হয়ে বিভিন্ন দেশের কো-অর্ডিনেটররা নানান ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার কো-অর্ডিনেটর খুলনায় এসে সাবেক প্রতিমন্ত্রী ও মেয়র আলহাজ্জ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্জ্ব মিজানুর রহমান মিজান, খুলনা সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধ আলহাজ্জ্ব মোহাম্মদ মনিরুজ্জামান, দৈনিক পূর্বাঞ্চলের ব্যবস্থাপনা সম্পাদক সহ সকলের সঙ্গে দৈনিক খুলনাঞ্চল, দৈনিক দেশ সংযোগ, খুলনা প্রেস ক্লাব, বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন, লকপুর গ্রুপ, বাগেরহাট সী ফুড, এশানা জুট ফ্যাক্টরী, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স সহ নানা প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় করেন। অদ্য সভায় প্রধান বক্তা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে দক্ষিন অঞ্চল এবং খুলনার শিক্ষার্থীদের জন্য সেখানে ভর্তির ব্যাপারে নানা ভাবে সহযোগীতা, এ অঞ্চলের মাছ, পাট জাত দ্রব্য সেদেশে বাজারজাতকরন সহ নানা বিষয়ে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও খুলনার সাংবাদিক, ব্যবসায়ী সংগঠন সহ আগ্রহীদের প্রয়োজনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যেকোন প্রোগ্রামে অংশ গ্রহন বা যোগাযোগের বিষয়ে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে যেকোন বিষয়ে ব্যবসা বানিজ্য, অভিবাসন, শিক্ষা, অন্যান্য যোগাযোগের ক্ষেত্রেও সহযোগীতা করা হবে বলে জানান। সভায় তিনি আরো বলেন খুলনা ও দক্ষিন অঞ্চলের প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করে হলেও নানা ভাবে তিনি সহযোগীতা করবেন। উপস্থিত অন্যান্য বক্তারা অত্যান্ত সাধুবাদ জানান এবং গ্লোবাল খুলনার এই কার্যক্রমকে গতিশীল করার জন্য সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সভাপতি সভার শেষের পুর্বে জনাব রিতুকে গ্লোবাল খুলনার পক্ষে ক্রেস্ট প্রদান করেন। গ্লোবাল খুলনার নেতৃবৃন্দ এরপর বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি এর সাথে মত বিনিময় করেন। সেখানে উপস্থিত ছিলেন জনাবা শামীমা সুলতানা শিলু, লুৎফুন হক পিয়া সহ চেম্বারের সকলবৃন্দ। এরপর গ্লোবাল খুলনার নেতৃবৃন্দ দৌলতপুরস্থ এশানা জুট ফ্যাক্টরী পরিদর্শন করেন। সেখানে উক্ত প্রতিষ্ঠানের মালিক জনাব মাহফুজুর রহমান তার প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম অবহিত করেন।
রফিকুল ইসলাম চৌধুরী হাসান
সদস্য সচিব
গ্লোবাল খুলনা।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *