মহান বিজয় দিবসে একাত্তরের শহীদদের প্রতি আজ ১৬ ডিসেম্বর সকাল ৬টা ৩৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা জানানোর পরই নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর একে একে স্পিকার, বিরোধীদলীয় নেতা, মন্ত্রীপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার পর শ্রদ্ধা জানানোর জন্য সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
বিজয় দিবস উপলক্ষে বেলা ১১ টা ১০ মিনিটে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া।
বিজয় দিবসে বাংলার ঘরে ঘরে বিজয়ের আনন্দ কোলাহল লক্ষ করা যায়। আজ সারাদেশে সিনেমা হলগুলোতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। দেশের বিভিন্ন স্থানে নাটক, গান, প্রদর্শনী, খেলাধুলা, ছবি আঁকাসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। শিশু-কিশোর, নারী-পুরুষ সব বয়সী মানুষ শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
১৬ ডিসেম্বর, ২০১৭
ঢাকা।
সূত্র: বিবিসি
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম