Breaking News

শচীন: আ বিলিয়ন ড্রিমস

সদ্য মুক্তিপ্রাপ্ত ডকুমেন্টারি ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’প্রথম দিনেই ঘরে তুলল আট কোটি টাকার কিছু বেশি। গোটা দেশের ২,৪৫০টি সিনেমা হলে হিন্দি, মারাঠি, তামিল, তেলুগু ও ইংরেজিতে মুক্তি পেয়েছে ছবিটি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, ডকু ড্রামা হিসেবে ছবিটির প্রথম দিনের ব্যবসা বেশ আকর্ষণীয়।

জেমস এর্সকাইন পরিচালিত ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’ প্রযোজনা করেছেন রবি ভাগচন্দানি। ক্রিকেট মাঠে শচীনের অসামান্য সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও ধরা পড়েছে ছবিটিতে। শচীন টুইট করেছেন, ‘…আমরা আমাদের ১০০ শতাংশ দিয়ে ছবিটি করেছি। আপনাদের পছন্দ হচ্ছে জেনে ভাল লাগছে।’ ছবিটি দেখে অমিতাভ বচ্চন বলেন, ‘খুব ইমোশনাল লাগছে। শচীনের জীবনের কথা যদি বাদও দিই, ছবি হিসেবে এটি খুব উন্নত মানের। আমি শচীনকে বলছিলাম, ছবিটা দেশের প্রত্যেক মানুষের দেখা উচিত। প্রত্যেক স্কুলে ছবিটি দেখানো উচিত। শচীনের জন্য আমরা কতটা গর্বিত শুধু তা জানার জন্য নয়, শচীন দেশকে কতটা গর্বিত করেছেন সেটা জানার জন্যই সিনেমাটা দেখা উচিত।’

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *