Breaking News

অনেকদিন পর বিপাশা-তৌকীর একসঙ্গে

অনেকদিন অভিনয়ে নেই নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত। তাই পাওয়া যায় না তৌকীর আহমেদের বিপরীতেও। সংসার আর চিত্রকলা নিয়েই কাটে বিপাশার দিনকাল। অন্যদিকে তৌকির আহমেদ অভিনয়ের চেয়ে নির্মাণেই বেশি মনযোগী। বাস্তব জীবনের এই দম্পতি দীর্ঘদিন পর জুটি বেঁধে আবারো অভিনয় করলেন। একুশের বিশেষ এই নাটকের নাম ‘লাল রঙের গল্প’।

মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন মনির জামান, শারমিন আক্তার, খন্দকার হিমেল, কাব্য প্রমুখ।

‘লাল রঙের গল্প’-এ দেখা যাবে, একটা অদ্ভুত প্রশ্নের পেছনে ছুটছে জামিল। চল্লিশ বছরের মানুষটি খুঁজে বেড়াচ্ছে রাফসানজানী নামের এক শতবর্ষী দার্শনিককে, যিনি নির্বাসনে আছেন দুই যুগ ধরে। কেবল ফেব্রুয়ারি মাস আসলেই তাকে খুঁজে পাওয়া যাবে। এদিকে জামিলের স্ত্রী লিলির জন্য সংসারের প্রতিটি দিন সংকটময়। স্বামীর প্রমোশন নেই, মনযোগ নেই, কোনো ভাল খবর নেই, সংসারে কোনো উৎসব নেই। লিলিই একটা সময় মাঠে নেমে গেল। স্বামীর উদাসীনতার বিপরীতে সে চাকরি খুঁজল, স্পোকেন ইংলিশের কোর্স করল, কাপড় ধোয়ার পাউডারের বিজ্ঞাপন করে টাকা আয়ের কথা ভাবল। কিন্তু সবকিছু যেন তার বিশ্বাস ও শেকড়ের বিপরীতে চলে যাচ্ছে। সে জামিলের প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করে সব বাদ দিয়ে।
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হবে ‘লাল রঙের গল্প’।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *