জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, উত্তর কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা সম্প্রসারণ করে একটি প্রস্তাব গ্রহণ করেছে। গতকাল নিরাপত্তা পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। গতমাসে পরপর তিন সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর যুক্তরাষ্ট্র ও জাপান প্রস্তাবটি নিয়ে আলোচনা অনুষ্ঠান করতে মুখ্য ভূমিকা পালন করে। প্রস্তাবটিতে, ১৪ জন উত্তর কোরীয় নাগরিক এবং ৪টি সংগঠনকে বৈশ্বিক ভ্রমণ এবং সম্পদ বাজেয়াপ্ত করার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এতে, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচীর জন্য তহবিল সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হয়।
নতুনভাবে তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে, গোয়েন্দা এবং পরমাণু সংশ্লিষ্ট কর্মসূচীতে জড়িত উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তাদের পাশাপাশি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট যন্ত্রাংশের লেনদেন করা একটি বাণিজ্যিক ব্যাংকের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। সংগঠনগুলোর মধ্যে, পরমাণু উন্নয়ন এবং কয়লা ও ধাতু রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, গতবছর নভেম্বর মাসের পর নিরাপত্তা পরিষদ এই প্রথমবারের মত উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। গতবছর সেপ্টেম্বর মাসে পিয়ংইয়ং ৫ম বারের মত পরমাণু পরীক্ষা চালানোর পর এর আগের প্রস্তাবটি গ্রহণ করা হয় এবং এতে উত্তর কোরিয়ার কয়লা রপ্তানির উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়।
নতুন প্রস্তাবটির মাধ্যমে, উত্তর কোরিয়ার উপর চাপ বৃদ্ধি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা প্রদান করা হয়। পিয়ংইয়ংএর সঙ্গে গভীর সম্পর্ক থাকা চীন ও রাশিয়াও প্রস্তাবটির প্রতি সমর্থন প্রকাশ করে। পর্যবেক্ষকরা, নিষেধাজ্ঞার তালিকা সম্প্রসারিত করার পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়াকে আরও উস্কানিমূলক পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত রাখতে সক্ষম হয় কিনা তা স্পষ্ট নয় বলে উল্লেখ করেন।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা