Breaking News

এক নজরে জেনে নিন ডয়চে ভেলে বাংলা বিভাগে কর্মরত বাঙ্গালীদের

জার্মানির বেতার ডয়চে ভেলের বাংলা বিভাগ চালু হয় ১৯৭৫ সালে৷

ডয়চে ভেলের বাংলা বিভাগ চালু হয় ১৯৭৫ সালে৷ সেসময় শর্ট ওয়েভে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয় হয়েছিল৷  ২০১০ সাল থেকে দিনে দু’টি করে অনুষ্ঠান প্রচার শুরু কার হয় এফএম ব্যান্ডে, বাংলাদেশ বেতারের সঙ্গে সহযোগিতায়৷  এই সহযোগিতা চলে ২০১৩ সালের ৮ই মার্চ অবধি৷

বাংলা বিভাগের ওয়েবসাইটে (www.dw.com/bengali এবং m.dw.com/bengali) রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, নারী অধিকার, সমাজ, অর্থনীতি, খেলাধুলা, উচ্চশিক্ষা ও লাইফস্টাইল সম্পর্কে ব্যাপক তথ্য প্রকাশ করা হয়৷

ডিডাব্লিউ-এর সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’-এর বিভিন্ন ভাষা বিভাগের মধ্যে বাংলাও রয়েছে৷ ইতোমধ্যে বাংলা ব্লগাররা এই প্রতিযোগিতায় বিশেষ সাড়া জাগিয়েছে৷

২০১৩ সালের এপ্রিল থেকে ডয়চে ভেলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অন্বেষণ বাংলা ভাষাতেও প্রচার শুরু হয়েছে৷ ডয়চে ভেলের ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশে আরটিভি ও ভারতে ডিডি বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে এই অনুষ্ঠান৷

বাংলা বিভাগ

যারা প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরে নিত্যদিনের খবর, ঘটনা৷ তৈরি করে প্রতিবেদন, নানা বিষয় ও মেজাজের পটভূমি ভিত্তিক ফিচার৷ টেলিভিশন অনুষ্ঠান, ওয়েবসাইট, ফেসবুক, টুইটার এবং ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে এক অচ্ছেদ্য সংযোগ গড়ে তুলতে যারা সদা সচেষ্ট তারা হলেন

dw2

দেবারতি গুহ

দেবারতি গুহ বাংলা বিভাগের প্রধান৷ কলকাতা-ঢাকায় শৈশব-কৈশোর কাটানোর পর তিনি নতুন দিল্লির জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং এমফিল ডিগ্রি লাভ করেন৷ পরে জার্মান দৈনিক, ফ্রাংকফুর্টার আলগেমাইনে সাইটুং-এর সঙ্গে কর্মরত থাকেন৷ ডিডাব্লিউ-তে বেতার, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকতায় প্রশিক্ষণ নেন দেবারতি৷ ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি দক্ষিণ এশিয়া বিভাগের সমন্বয়কারী সম্পাদক ছিলেন৷

dw3সঞ্জীব বর্মন

সঞ্জীব বর্মন ডয়চে ভেলেতে যোগদান করেন ১৯৯৯ সালে৷ এর আগে তিনি কলকাতার গ্যোটে ইনস্টিটিউটে জার্মান ভাষায় শিক্ষকতা করেছেন এবং কলকাতার জার্মান কনস্যুলেটের প্রেস ও জনসংযোগ অফিসার হয়ে কাজ করেছেন৷ ভারত ও জার্মানির মধ্যে পারস্পরিক মৈত্রীসুলভ সম্পর্ক গড়ে তোলাও তাঁর কর্তব্যের মধ্যে পড়ত৷

dw4আশীষ চক্রবর্তী

আশীষ চক্রবর্তী বাংলাদেশের একাধিক মুখ্য দৈনিকে কাজ করেছেন: যেমন প্রথম আলো, কালের কণ্ঠ ও যায় যায় দিন৷ পরে তিনি বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমেও ছিলেন৷ স্নাতকোত্তর পর্যায় অবধি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র৷ পেশাগত জীবন শুরু করেন শিক্ষক হিসেবে, পরে ধারা বদলে হন সাংবাদিক৷ অপরদিকে গায়ক হিসেবে জলসা করেছেন এবং মঞ্চে অভিনয় করেছেন৷ সংগীত আজও তাঁর জীবনে একটা বড় ভূমিকা পালন করে থাকে৷

Dw5অরুণ শঙ্কর চৌধুরী

আদতে ইংরিজি সাহিত্যের ছাত্র অরুণ শঙ্কর চৌধুরী ভারতের একটি মুখ্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ভারত সরকারের দু’টি উচ্চপর্যায়ের চাকুরি ছাড়ার পর জার্মানিতে আসেন এবং ডয়চে ভেলের হয়ে কাজ শুরু করেন৷ সে ৩০ বছর আগের ঘটনা৷ পড়া, লেখা এবং পোষ্য সারমেয়টিকে নিয়ে হাঁটতে যাওয়া আজও তার নেশা, যেমন এক হারিয়ে যাওয়া দেশের স্মৃতি আজও তাঁকে আকুল করে৷

dw 6জাহিদুল হক

জাহিদুল হক ২০১০ সাল থেকে ডয়চে ভেলের হয়ে কাজ করছেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জাহিদ ২০০১ সালে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন৷ তখন তিনি ছিলেন বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ইংরিজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর বিজনেস রিপোর্টার৷ জার্মানিতে আসা পর্যন্ত তিনি পত্রিকাটির সাব এডিটর হিসেবে কাজ করছিলেন৷ বিজ্ঞান ও প্রযুক্তির সর্বাধুনিক চমক হল জাহিদের নেশা৷

dwআরাফাতুল ইসলাম

আরাফাতুল ইসলাম তাঁর সাংবাদিক জীবন শুরু করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার তথ্য প্রযুক্তি প্রতিবেদক হিসেবে৷ পরবর্তীতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক ২০০০-এর হয়ে কাজ করেছেন৷ ২০০৭ সালে তিনি ‘অফ দ্য রাডার’ প্রতিযোগিতায় বিজয়ী হন৷ ডয়চে ভেলের বাংলা বিভাগের ওয়েবসাইটের বিকাশে আরাফাতের বিশেষ অবদান আছে৷ তাঁর অবসর সময় কাটে ব্লগ লিখে৷ এবং আরো অনেক ব্লগারের মতো তিনিও বেড়াতে ভালোবাসেন৷

dw7নুরুননাহার সাত্তার

বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে নুরুননাহার সাত্তার বাংলা বিভাগের চিঠিপত্র বিভাগের দেখাশোনা করছেন এবং আজ facebook.com/dw.bengali-র দেখাশোনা করতে তাঁর ঠিক ততটাই ভালো লাগছে৷

dw8অমৃতা পারভেজ

অমৃতা পারভেজ বাংলা বিভাগের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান অন্বেষণের সঞ্চালক এবং সম্পাদক হিসেবে কর্মরত আছেন৷ দিনাজপুরে শৈশব-কৈশোর কাটানোর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এমএস ডিগ্রি লাভ করেন৷ পরে বাংলাভিশন এবং মাছরাঙা টেলিভিশনে সংবাদ পাঠিকা ও আন্তর্জাতিক সংবাদ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন৷ পাশাপাশি ভ্রমণ বিষয়ক লেখালেখির সঙ্গে যুক্ত আছেন তিনি৷

তথ্য সুত্রঃ ডয়েচ ভেল

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *