Breaking News

এফবিআই প্রধান বরখাস্ত, নতুন নেতৃত্বের সন্ধানে ট্রাম্প

এফবিআই প্রধান জেমস কমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড। হোয়াইট হাউস প্রেস সচিব সিন স্পাইচার এক বিবৃতিতে বলেন যে, কমিকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল জেফ সেশন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টাইন এর স্পষ্ট সুপারিশে ডোনাল্ট ট্রাম্প এ সিদ্ধান্ত নেন। বিবৃতিতে আরো বলা হয়েছে যে, শীঘ্রই সংস্থাটির নতুন একজন পরিচালক নিয়োগ দেয়া হবে। চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে বরখাস্ত করেন ট্রাম্প। হোয়াইট সূত্রে জানা যায়, চিঠিতে ট্রাম্প লিখেছেন,“আমি আপনাকে সাধুবাদ জানাই এ জন্য যে তিনটি আলোচিত ঘটনা সম্পর্কেই আমাকে অবহিত করেছিলেন যার কারণে আমাকে তদন্তের মুখোমুখি হতে হয়নি। তারপরেও আমি বিচার বিভাগের সিদ্ধান্তের সাথে একমত যে, আপনি এফবিআইকে আর কার্যকরীভাবে নেতৃত্ব দিতে সক্ষম নন”।

ট্রাম্প আরো বলেন যে, “জনগণের বিশ্বাস এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধারে আমাদের নতুন নেতৃত্ব খুঁজে বের করতে হবে।”

২০১৩ সালের সেপ্টেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এফবিআইয়ের প্রধান হিসেবে জেমস কমিকে নিযুক্ত করেন। এফবিআই প্রধান সাধারণত ১০বছর মেয়াদের জন্য নিযুক্ত হন। কিন্তু নির্বাচনে রাশিয়ার হ্যাকিং ও হিলারী ক্লিনটনের মেইল ফাঁসের বিতর্কে অভিযুক্ত হয়ে মাত্র চার বছরেরও কম সময়ের মধ্যে তাঁকে দায়িত্ব ছেড়ে দিতে হল।

সূত্র: এবিসি নিউজ

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *