‘কবি ভক্ত প্রেমিক-প্রেমিক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ। দারুণ সব কবিতার পাশাপাশি বেশ ভাল অভিনয়ও করছেন ৭২ বছর বয়সী এই কবি।
‘কবি ভক্ত প্রেমিক-প্রেমিক’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পটা নির্মাণ করা হয়েছে কবি নির্মলেন্দু গুণের কবিতাকে কেন্দ্র করে । আর সে কারণটাই তাঁর অভিনয় করার পেছনে প্রধান কারণ হিসেবে ধরা পড়েছে।
অভিনয় প্রসঙ্গে কবি নির্মলেন্দু গুণ বলেন, গল্পটা আমার কবিতা নিয়েই। আমার কবিতা অনেকের প্রেমে পড়ার ক্ষেত্রে সাহায্য করেছে। কবিতা পড়ে প্রেম করে বিয়েও করেছে কেউ কেউ। তাদের মধ্যে অনেকে হয়তো আমার কাছে আসে নি। আমি আনন্দিত স্বল্পদৈর্ঘ্যে কবিভক্ত প্রেমিক-প্রেমিকা দেখে হয়তো কেউ কেউ আমার কাছে দোয়া-আশীর্বাদ নিতে আসবে।
‘কবি ভক্ত প্রেমিক-প্রেমিক’ রচনা করেছেন রণজিৎ সরকার। স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন সাখাওয়াত হোসেন মিঠু। আর অভিনয় করেছেন কবি নির্মলেন্দু গুণ, সুহাসিনী অধরা, হান্নান হোসেন নিরব ও জাবিল আমির।
২৪ নভেম্বর, ২০১৭
ঢাকা।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন।