Breaking News

কিংবদন্তি নির্মাতা তারেক মাসুদ স্মরণে ‘সুলতান’

কিংবদন্তি নির্মাতা তারেক মাসুদের দর্শন, তিনি কীভাবে সিনেমা ফেরি করে বেড়াতেন সেইসব বাস্তব ঘটনা নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘সুলতান’। মোটকথা অকাল প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চলচ্চিত্রযাত্রা নিয়ে প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন দিলশাদুল হক শিমুল। গত বছর প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ফরিদপুরে। আগামী ১৩ আগস্ট তারেক মাসুদের ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে এটি আবারও দেখানো হবে ময়মনসিংহে।

শিমুল জানান, ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে ১৩ আগস্ট বিকেল সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় দুটি প্রদর্শনী হবে ‘সুলতান’-এর। প্রদর্শনীর পর তারেক মাসুদের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেবেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা। এখানে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা প্রশাসক। বর্তমানে এটি দেখানো হচ্ছে বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ে। ভবিষ্যতে এটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেবে বলে জানান নির্মাতা শিমুল।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *