Breaking News

কেসিসি নির্বাচনে ২৮৯ টি ভোট কেন্দ্র ও ১৫৩১ কক্ষ চূড়ান্ত

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এবার ২৮৯ টি ভোট কেন্দ্রের ১ হাজার ৫৩১ কক্ষ বা বুথে ভোটগ্রহণ করা হবে।

গত নির্বাচনের তুলনায় এবার ভোট কক্ষ বেড়েছে ১ টি আর বুথ বেড়েছে ১১৭ টি। এসব ভোট কেন্দ্র ও ভোট কক্ষে দায়িত্ব পালন করবেন ৪ হাজার ৯৭২ জন কর্মকর্তা। এই তালিকা তৈরিরর কাজও প্রায় ‍শেষের পথে

রির্টনিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, তফসিল ঘোষণার সাথে সাথেই ভোট কেন্দ্রের তালিকা তৈরির কাজ শুরু হয়। নির্বাচনে এবার ভোট দেবেন ৪ লাখ ৯৩ হাজার ৯২ জন ভোটার। এই সংখ্যা মাথায় রেখেই কেন্দ্র ও বুথের সংখ্যা যাচাই বাছাই করা হয়।

দেখা যায়, বিদ্যমান অবস্থায় নতুন ভোট কেন্দ্রের প্রয়োজন নেই। শুধু ভোটার বাড়ায় কক্ষ বাড়ালেই সুষ্ঠভাবে ভোটগ্রহন সম্ভব। এদিকে ভোট কেনেদ্্রর রিাপত্তা অবস্থা পর্যবেক্ষনের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ, এনএসআই ও ডিজিএফআইকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চিঠিতে আগামী ২৫ এপ্রিলের আগেই কেন্দ্রগুলো সম্পর্কে প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কারণ ২৬ এপ্রিল ঢাকায় আইন-শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মর্কতাদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। সেখানে নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে।

সূত্রটি জানায়, এবার ভোট ১ হাজার ৫৬১ জন সহকারী প্রিজাইডিং অফিসার িএবং ৩ হাজার ১২২ জন পোলিং এজেন্ট লাগবে। এই ৪ হাজার ৯৭২ কর্মকর্তার তালিকা তৈরী করতে হিমশিম খাচ্ছে নির্বাচন কমিশন। খুলনা মহানগরীর কর্মকর্তাদের দিয়ে এই তালিকা প্রণয়ন সম্ভব হচ্ছে না। এজন্য মহানগরীর বাইরে থেকে কর্মকর্তা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের অনুমতি চাওয়া হয়েছে।

সূত্র জানায়, ভোট গ্রহণ কর্মকর্তাদের আগামী ৯ মে থেকে ১১ মে পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে ২৬ এপ্রিল ঢাকায় আইন-শৃংখলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের বৈঠক হবে। এছাড়া নির্বাচনী কার্যক্রম তদারকি করতে কমিশনের সচিব কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার আবারও ষুলনা সফর করবেন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: ইউনুস আলী জানান, ভোট কেন্দ্রের তালিকা তৈরী করে আইন-শৃংখলা বাহিনীর কাছে দেওয়া হয়েছে। তারা ঝুকি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিবেন। সেই প্রতিবেদন অনুযায়ী গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ন কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে ২৮৮ টি কেন্দ্র এবং ১ হাজার ৪১৪ টি বুথ ছিলো। ভোটার ছিলো ৪ লাখ ৪০ হাজার।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *