Breaking News

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ ম্যাচ সূচি

স্পাের্টস ডেস্ক: বিশ্বকাপের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ধরা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে। ২০১৭ সালের ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে টুর্নামেন্টটির আসর। চলবে ১৮ জুন পর্যন্ত- মঙ্গলবার এমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এই নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হচ্ছে ইংল্যান্ড। এর আগে অবশ্য দেশের মাটিতে ২০০৪ ও ২০১৩ সালে দুবার টুর্নামেন্টের ফাইনালে উঠেও যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের কাছে শিরোপা হারিয়েছিল দেশটি।

ওদিকে আগামী বছর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে গ্রুপ ‘বি’ তে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ২০১৫ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল অংশ নিচ্ছে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শীর্ষ আটে না থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দুটি টেস্ট খেলুড়ে দেশ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছেন, ‘২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুধু একদিনের ম্যাচের টুর্নামেন্টের একটি প্রতিযোগিতাই নয়, বরং এর চেয়ে বেশি কিছু। কারণ ২০১৯ বিশ্বকাপের কাট-অফ (সেপ্টেম্বরের ৩০) তারিখের তিন মাস আগে শেষ হবে টুর্নামেন্টটি।’ সেই সঙ্গে তিনি জানালেন, ‘বিশ্বকাপে খেলার আগে এই টুর্নামেন্টে পাওয়া পয়েন্ট দলগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

২০১৭ সালে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকশ্চার:

১ জুন: বাংলাদেশ-ইংল্যান্ড (ওভাল)

২ জুন: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (এজবাস্টন)

৩ জুন: শ্রীলঙ্কা- দক্ষিণ আফ্রিকা (ওভাল)

৪ জুন: ভারত-পাকিস্তান (এজবাস্টন)

৫ জুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (ওভাল)

৬ জুন: ইংল্যান্ড-নিউজিল্যান্ড (কার্ডিফ)

৭ জুন: পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা (এজবাস্টন)

৮ জুন: ভারত-শ্রীলঙ্কা (ওভাল)

৯ জুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড (কার্ডিফ)

১০ জুন: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (এজবাস্টন)

১১ জুন: ভারত-দক্ষিণ আফ্রিকা (ওভাল)

১২ জুন: শ্রীলঙ্কা-পাকিস্তান (কার্ডিফ)

১৪ জুন: প্রথম সেমিফাইনাল (এ১ বনাম বি২) (কার্ডিফ)

১৫ জুন: দ্বিতীয় সেমিফাইনাল (এ২ বনাম বি১) (এজবাস্টন)

১৮ জুন: ফাইনাল (ওভাল)

১৯ জুন: রিজার্ভ ডে

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *