Breaking News

জাপানের জিপিএস উপগ্রহের সফল যাত্রা

একটি গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস’এর জাপানি সংস্করণের একাংশ সহ এক উপগ্রহ বহন করা একটি রকেটের উৎক্ষেপণ সফল হয়েছে। দক্ষিণ-পশ্চিম জাপানের তানেগাশিমা থেকে রকেটটি আজ সকালে উৎক্ষেপণ করা হয়। এটি মিচিবিকি ২-কেও বহন করে যা ৪টি উপগ্রহ ব্যবস্থার একাংশ। উপগ্রহটি নির্ধারিত সময়ে কক্ষপথে স্থাপন করা হয়। এই ব্যবস্থার প্রথম উপগ্রহটি ৭ বছর আগে মহাকাশে পাঠানো হয়। অন্য দু’টি এবছরের শেষের দিকে উৎক্ষেপণ করা হবে। প্রতিটি জাপানের উপর দিয়ে দিনে ৮ ঘন্টা করে প্রদক্ষিণ করবে যেন কমপক্ষে একটি করে উপগ্রহ সব সময় দেশের উপরের কক্ষপথে থাকে।

মার্কিনিদের জিপিএস ব্যবস্থায় প্রায় ১০ মিটার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। মিচিবিকি এবং জিপিএস একসাথে কাজ করলে এই ভুলের ব্যাপ্তিকে কেবল কয়েক সেন্টিমিটারে কমিয়ে আনা যাবে। জাপানি কোম্পানিগুলো এই ব্যবস্থা পুরোপুরি স্বয়ংচালিত নির্মাণ যন্ত্রপাতি, ড্রোন সরবরাহ পরিচালনা এবং অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা করছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, মিচিবিকি ব্যবস্থা ব্যবহারিক প্রয়োগ শুরু হবে আগামী বসন্ত থেকে।

সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *