Breaking News

জাপান প্রবাসী রাজেশ বড়ুয়ার অকাল প্রয়ান

সদ্য প্রয়াত জাপান প্রবাসী রাজেশ বড়ুয়ার শেষকৃত্য আজ দুপুরে টোকিওর গোতানদার কিরিগাওয়া সাইজোতে স্ত্রী, সন্তান , স্ত্রীর পরিবারবর্গ ও জাপান প্রবাসীদের প্রতিনিধির উপস্থিতিতে যথাযোগ্য ধর্মীও আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয় ।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রয়াত রাজেশ বড়ুয়ার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

বাংলাদেশের চট্টগ্রাম থেকে প্রয়াত রাজেশ বড়ুয়ার পরিবারবর্গ অসুস্থ অবস্থায় যারা হাসপাতালে দেখতে গিয়েছিলেন ও সমবেদনা জানিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, চট্টগ্রামের রাজেশ বড়ুয়া ১৯৯৩ সালে জাপানে আসেন, ভাষা শিক্ষা ও প্রযুক্তি বিষয়ে কারিগরি শিক্ষাশেষে এনটিটি তে কর্মরত ছিলেন।গত ১২ ফেব্রূয়ারী সকালে আকস্মাত অসুস্থ হলে তাকে বাসার সন্নিকটে টোকিও র মেগূরস্থ কোসেএ চুয়ো হাসপাতালে ভর্তি করা হয়।মস্তিস্কে রক্তক্ষরণে অবচেতন অবস্থায় দীর্ঘ ১৭ দিন আইসিইউ তে চিকিৎসারত অবস্থায় ১ মার্চ রাত ৯:১০ মিনিটে তিনি পরলোকে চলে যান। জাপানী স্ত্রী ও চারমাসের পুত্র সন্তান রেখে গেছেন।

তথ্যসূত্র ও ছবি: কাজী ইনসানুল হক

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *