১৪ অক্টোবর ২০১৮ টোকিও ইকেবুকুরো এলাকার নিশিগুচি পার্কে শহীদ মিনার এর সামনে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে করে জাপান বিএনপি ও তার অঙ্গসংগঠন সমুহ। পূর্বে থেকে জাপানের আইন শৃঙ্খলা বাহিনীর অনুমোদন নিয়ে তারা এই সমাবেশ করেন বলে জানা যায়। জাপান বিএনপি এর নাম সম্বলিত প্যাডে তারা তাদের লিখিতি বক্তব্য সাংবাদিকদের মধ্যে বিতরণ করযায়। যা হুবহু নিম্নে তুলে ধরা হল।
বক্তব্যঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার সাজানো রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাপান বিএনপি টোকিওর ইকুবুকুরোর নিশিগুচি কয়েনে অবস্থিত শহীদ মিনারের সামনে ” মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের ” আয়োজন করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জাপান বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরে বলেন – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে ভয় পেয়েই অবৈধ সরকার সাজানো রায় দিয়ে তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। তারেক রহমানকে এই মামলায় জড়ানো এবং তাতে ফরমায়েশি রায় দেওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিহিংসা চরিতার্থ করার নগ্ন প্রকাশ। বাংলাদশের কোটি কোটি মানুষ এই রায়কে ঘৃনা ভরে প্রত্যাখ্যান করছে।