Breaking News

জার্মানিতে রেলস্টেশনে হামলা: আহত ৭

বিবিসি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার (২০:০০ জিএমটি) দিকে ওই হমালা হয়। হামলাকারীর বয়স ৩৬ বছর। তিনি সাবেক যুগোস্লাভিয়া থেকে এসেছে। তার কিছু শারীরিক অক্ষমতা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ডুসেলডর্ফ পুলিশ জানায়, হামলাকারী কুঠার হাতে ‘নির্বিচারে লোকজনের উপর’ আক্রমণ চালায়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরতর। পালিয়ে যাওয়ার চেষ্টার সময় একটি সেতুর উপর থেকে লাফিয়ে পড়ে হামলাকারী নিজেও গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা নিশ্চিত হতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। হামলার পর ওই স্টেশন দিয়ে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। হামলার কারণ এখনও পরিষ্কার না। এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়েও পুলিশ নিশ্চিত হয়ে কিছু বলতে পারছে না। পুলিশের একজন মুখপাত্র বলেন, “আমরা তাণ্ডব বা সন্ত্রাস এ শব্দগুলো ব্যবহার করছি না।”

পরবর্তীতে আবারও হামলা হওয়ার হুমকি নেই বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা আহতদের মাটিতে পড়ে থাকতে দেখেছেন। ডুসেলডর্ফের হাউপবানহোফ রেলস্টেশন দিয়ে প্রতিদিন গড়ে আড়াই লাখ মানুষ যাতায়াত করে। জার্মানিতে সম্প্রতি কয়েকটি বড় ধরণের সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে উচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *