Breaking News

জুম্মা পড়তে মসজিদে প্রবেশে বাধা দেবে না ইসরায়েল

ইসরায়েলের পুলিশ বলছে, জেরুসালেমের আল আকসা মসজিদে শুক্রবারের জুম্মার নামাজ পড়তে মুসল্লিদের প্রবেশে কোনো বাধা দেয়া হবে না৷ এদিকে, ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার ‘ক্রোধ দিবস’ পালন করছে ফিলিস্তিনিরা৷

অস্থিরতা তৈরি হতে পারে এমন আশঙ্কার খবর না থাকায় মসজিদে ধর্মপ্রাণদের প্রবেশে অতিরিক্ত সীমাবদ্ধতা জারি না করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি পুলিশ৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন৷ তাঁর এই সিদ্ধান্তের প্রতিবাদ হচ্ছে বিশ্বব্যাপী৷ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় হাজার হাজার বিক্ষোভকারী শুক্রবার ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে৷ দেশ দু’টির দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

বৃহস্পতিবার পশ্চিম তীর ও ইসরায়েল-গাজা সীমান্তে ফিলিস্তিনি প্রতিবাদকারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছে৷ বিক্ষোভ হয়েছে জর্ডান, তুরস্ক, পাকিস্তান ও টিউনিশিয়ায়ও৷

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেছেন, জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়৷ তিনি বলেন, ফিলিস্তিনিদের একটি নিজস্ব রাষ্ট্রের স্বীকৃতি অবশ্যই দিতে হবে৷ ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *