ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরদিন তার বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছে লাখো নারী। নির্বাচনী প্রচারের সময় নারীদের নিয়ে ট্রাম্পের মন্তব্য ব্যাপকভাবে সমালোচিত হয়। নিউ ইয়র্কের এই ধনকুবেরের শাসনামলে নারীর অধিকার যাতে হুমকির মুখে না পড়ে সে বিষয়ে সতর্ক করতেই এই বিক্ষোভ বলে আয়োজকরা জানিয়েছেন। নারী ছাড়াও অভিবাসন, মেক্সিকান ও মুসলিমদের নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য উদারপন্থি অনেক আমেরিকানের মধ্যে ক্ষোভ তৈরি করেছে বলে রয়টার্সের ভাষ্য। বার্তা সংস্থাটি বলছে, আগেরদিন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান দেখতে ক্যাপিটল হিলে যতো মানুষ হাজির হয়েছিলেন, শনিবারের জনস্রোত তাকে ছাড়িয়ে গেছে। আয়োজকরা বিক্ষোভে দুই লাখ মানুষ আশা করলেও উপস্থিতি তার চেয়ে অনেক বেশি বলে মনে হচ্ছে।
উপচেপড়া ভিড়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটনের মেট্রো সাবওয়ে সিস্টেম। ব্যাপক জনসমাগমের কারণে ট্রেন চলাচল বিলম্ব হওয়ার কথা জানিয়েছে তারা। প্ল্যাটফর্ম ভরে যাওয়ায় অন্তত একটি স্টেশনে নতুন যাত্রীদের প্রবেশ বন্ধ করা হয়েছে। ওয়াশিংটনের শহরতলির ইন্ডিপেনডেন্স অ্যাভিনিউয়ের অন্তত ছয়টি ব্লক মানুষের ভিড়ে পূর্ণ হয়ে গেছে। আগের দিন ট্রাম্পের অভিষেক চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হলেও শনিবার দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলার কথা জানিয়েছে রয়টার্স।