যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় ধরনের ধাক্কা খেল ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প শিবির। তার প্রশাসনের সাবেক এক জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টাসহ প্রায় ৫০০ জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ প্রতিপক্ষ জো বাইডেনকে সমর্থন জানিয়েছেন।
সিএনএন’র খবরে বলা হয়েছে, এক খোলা চিঠির মাধ্যমে আসন্ন নির্বাচনের আগে ডেমোক্রেটিক প্রার্থী বাইডেনকে সমর্থন জানান এসব নিরাপত্তা বিশেষজ্ঞ। ‘ওপেন লেটার টু আমেরিকা’ নামক ওই চিঠিতে স্বাক্ষর রয়েছে অবসর প্রাপ্ত জেনারেল পল সেলভার, যিনি যুক্তরাষ্ট্রের সামরিকবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের ভাইস-চেয়ারম্যান ছিলেন।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় জয়েন্ট চিফ অব স্টাফে নিয়োগ পাওয়া সেলভাকে ২০১৭ সালে আবারও পুনর্নিয়োগ দেন ট্রাম্প প্রশাসন। তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের দেখভালের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
বাইডেন শিবিরে সেলভার যোগদান গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কেননা সম্প্রতি সময়ে যেসব সামরিক অফিসার অবসরে যাচ্ছেন তারা সাধারণত রাজনীতি থেকে দূরে থাকছেন।
জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞের খোলা চিঠিতে লেখা হয়েছে- “তার (ট্রাম্পের) ঘৃণ্য মনোভাব ও ব্যর্থতার কারণে আমাদের বন্ধুরা এখন আর আমাদের বিশ্বাস করে না, আমাদের সম্মান দেখায় না। শত্রুরা আমাদের আর ভয় পায় না। উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের মতোই জলবায়ু পরিবর্তন অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট রাশিয়া দ্বারা প্রভাবিত… চীনের বিরুদ্ধে তার বাণিজ্য যুদ্ধ শুধু আমেরিকার কৃষক ও উৎপাদককেই ক্ষতিগ্রস্ত করছে।”
এই খোলা চিঠির মাধ্যমে বাইডেন শিবিরে সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে আছেন চার তারকা জেনারেল ও সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ পিটার কিয়ারেল্লি ও জর্জ ডব্লিউ বুশের আমলে পররাষ্ট্র বিভাগের উপ-মন্ত্রীর দায়িত্ব পালন করা রিচার্ড আর্মিটেজ।