মার্কিন নৌবাহিনী জানিয়েছে, শনিবার সকালে জাপানে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অদূরে কনটেইনার জাহাজের সঙ্গে সংঘর্ষের পর নিখোঁজ সাত নাবিককে তাদের ডেস্ট্রয়ারে মৃত অবস্থায় পাওয়া গেছে। নৌবাহিনী তাদের ওয়েবসাইটে রোববার জানায়, ডুবুরিরা ইউএসএস ফিৎযেরাল্ডের ভিতরে প্রবেশ করে প্লাবিত বাথিং কম্পার্টমেন্টে নাবিকদের মরদেহ খুঁজে পান।
ফিলিপাইনে নিবন্ধিত এসিএক্স ক্রিস্টালের সঙ্গে ডেস্ট্রয়ারের সংঘর্ষের পর এই সাত নাবিক নিখোঁজ হন। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ডেস্ট্রয়ারটির মাস্তুলের স্টারবোর্ডের পাশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সাগরের পানি নাবিকদের কোয়ার্টার ও ইঞ্জিন রুমে প্রবেশ করে।
ইউএসএস ফিৎযেরাল্ডের অবস্থানস্থল হল টোকিও’র কাছে ইয়োকোসুকা।