Breaking News

ফাল্লুজায় শিশুদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত ফাল্লুজায় ইরাকি বাহিনীর ব্যাপক অভিযানের মধ্যে শহরটিতে আটকা পড়া কয়েক হাজার শিশু চরম সহিংসতার মুখে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি শরটিতে খাদ্যের মজুদ কমে আসছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্যানুযায়ী, অন্তত ২০ হাজার শিশু ফাল্লুজায় আটকা পড়েছে। আইএস তাদের যুদ্ধে অংশ নিতে বাধ্য করতে পরে এবং এ কারণে পরিবার থেকে তাদের বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি অনেক বেড়ে গেছে।

এক বিবৃতিতে ইরাকে ইউনিসেফের প্রতিনিধি পিটার হকিন্স বলেন, “প্রচণ্ড সহিংসতার মুখোমুখি হওয়ার হাত থেকে শিশুদের রক্ষা করা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।” “ইউনিসেফ যুদ্ধরত সব পক্ষকে ফাল্লুজার ভেতরে আটকা পড়া শিশুদের রক্ষার আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে যারা স্বেচ্ছায় শহরটি ত্যাগ করতে চায় তাদের জন্য নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া এবং পালিয়ে যাওয়ার পর নিরাপদ ও সুরক্ষিত আশ্রয়ের ব্যবস্থার করার কথা বলেছে।” বিশ্ব খাদ্য প্রকল্পের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “পরিবারগুলোর জমিয়ে রাখা খাবার দ্রুত শেষ হয়ে আসছে। ওদিকে, দাম অনেক বেড়ে যাওয়ায় খুব কম পরিবারেরই সেগুলো ক্রয় করার ক্ষমতা রয়েছে। ফলে সেখানে মানবিক পরিস্থিতি দিন দিন খারাপ থেকে চরম খারাপ হচ্ছে।”

রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে ফাল্লুজা শহরের অবস্থান। ইরাকে আইএস-র নিয়ন্ত্রণে থাকা দ্বিতীয় বৃহত্তম শহর এটি। ২৩ মে ইরাকি সেনাবাহিনী ফাল্লুজা উদ্ধার অভিযান শুরু করে। শহরটিতে প্রায় ৫০ হাজার বেসামরিক নাগরিক আটকা পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *