ঢাকা ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক খালেদা একরাম মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুয়েটের প্রথম নারী উপাচার্য খালেদা নন হসকিন্স লিম্ফোমাসহ বেশ কিছু শারীরিক সমস্যা ভুগছিলেন।
বুয়েটের একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১৩ মে চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত ১৭ মে থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর বুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টির স্থাপত্য বিভাগের অধ্যাপক খালেদা একরাম।
খালেদা একরামের বাড়ি বগুড়া। তিনি ঢাকাতে বড় হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিদ্যালয়ে পড়তেন তিনি।