Breaking News

ভারতকেই এগিয়ে রাখলেন চন্ডিকা হাথুরুসিংহে

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল ১১টায় ভারতের উদ্দেশ্যে বিমানে উঠবেন মুশফিকুর রহীমরা। ভারতের সঙ্গে বহুল কাংখিত সেই টেস্ট ম্যাচ। তার আগে ৫ ফেব্রুয়ারি শুরু দু’দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ। সেই লড়াইয়ের আগে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হলেন চন্ডিকা হাথুরুসিংহে। এই লড়াইয়ে বাংলাদেশ হেড কোচ এগিয়ে রাখলেন ভারতকেই। জানিয়ে দিলেন নিউজিল্যান্ড সফরের মতো এখানেও ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা দিতে হবে। বুধবার হাথুরুসিংহে বলছিলেন, ‘ভারতে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ একটু বেশি থাকবে। মাইন্ডসেট ও শট নির্বাচনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ওখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে আমাদের, আছে অনুশীলন সেশন। সেখানে প্রস্তুত হওয়ার চেষ্টা করব আমরা।’

নিউজিল্যান্ডে ভিন্ন কন্ডিশনে খেলে আসার পর ভারতে অন্যরকম আবহাওয়া। যদিও হাথুরু এসব নিয়ে ভাবতে নারাজ। বললেন, ‘ভারতের কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে। আর সেটা অবশ্যই সম্ভব।’ তবে বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিপক্ষে খেলাটা কঠিন হবে বলেই মনে করেন হাথুরুসিংহে। জানালেন, ‘ভারত সফরে গিয়ে খেলা খুবই কঠিন। দেশের মাটিতে তারা ভয়ঙ্কর এক প্রতিপক্ষ। তবে আমরাও আত্মবিশ্বাসী যে ভালো লড়াই করতে পারব। কারণ টেস্টেও আমরা প্রতিদিনই একটু একটু করে ভাল করছি।’

সফর মাত্র একটি টেস্টের। তাতে অবশ্য হতাশ নন টাইগার কোচ। সবচেয়ে বড় কথা ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এবারই যে ভারতে প্রথম খেলার সুযোগ আসল। হাথুরুসিংহে বললেন, ‘একটা মাত্র টেস্ট খেলছি, এটা ভাবার চেয়ে ইতিবাচক দিকটাই বেশি ভাবছি। প্রথমবার ভারতে টেস্ট খেলার সুযোগ পেয়েছি, এই মানসিকতা নিয়েই আমরা খেলতে যাবো।’

ভারতের স্পিন আক্রমনে নাম্বারওয়ান রবিচন্দন অশ্বিন আছেন। তারপরও নিজের দলকে সেদিক দিয়ে সেভাবে পিছিয়ে রাখছেন না হাথুরু। তিনি বলেন, ‘ভারতের অনেক ভালো স্পিনার রয়েছে। অশ্বিন অনেক অভিজ্ঞ, র‌্যাংকিংয়ের এক নম্বর বোলার। তবে তার মানে এই নয় আমাদের স্পিনাররা ভালো নয়। আমাদের সাকিব আল হাসান আছে, মিরাজ ও তাইজুল আছে, ওরা টেস্ট ক্রিকেটে দারুণ করেছে। আমরা ওদের চেয়ে পিছিয়ে নই।’

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *