আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে হত্যার পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব। গেল বছরের ২৮ সেপ্টেম্বর সৌদি আরব থেকে হজ শেষে দেশে ফেরেন প্রেসিডেন্ট ইয়ামিন। বিমানবন্দর থেকে প্রেসিডেন্টকে বহনকারী বোটটি রাজধানী মালের কাছাকাছি পৌঁছানোর পর বোটে ঘটা রহস্যময় এক বিস্ফোরণ থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। কিন্তু বিস্ফোরণে তার স্ত্রী, এক সহকারী ও এক দেহরক্ষী আহত হন।
বিস্ফোরণের পরপরই এ ঘটনায় আদিব জড়িত বলে গুঞ্জন শুরু হয়। মালদ্বীপের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট মারা গেলে, অক্ষম হয়ে পড়লে বা পদত্যাগ করলে ভাইস-প্রেসিডেন্ট তার স্থলাভিষিক্ত হবেন। ঘটনার পরপরই নিজ সরকারের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ইয়ামিন। এর সপ্তাহখানেকের মধ্যেই বেশ কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও চাকরিচ্যুত হন এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব বিশ্বাসভঙ্গের দায়ে গ্রেপ্তার হন।
বৃহস্পতিবার আদিবকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একদিন পরই শুক্রবার আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে আরও ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত হন তিনি।