লিওনেল মেসি সম্ভাব্য ফেভারিট হিসেবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের নাম বলেছিলেন। সেই দলটি কলম্বিয়ার কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে যাওয়ার পর অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তবে শেষ পর্যন্ত মেসির কথাই বাস্তবে রূপ নিল। নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া যুক্তরাষ্ট্র প্রত্যাবর্তনের অসাধারণ গল্প রচনা করে প্রথম দল হিসেবে কোপার শতবর্ষী টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে সিয়াটলে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে সেমিতে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন ক্লিন্ট ডেম্পসি ও গায়াসি জারদেস। ইকুয়েডরের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন মাইকেল অ্যারোয়ো।